উরি হামলায় আহত আরও এক জওয়ানের মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়াল ১৯

Last Updated:

উরি হামলার জবাবে ভারতীয় জওয়ানদের সার্জিক্যাল স্ট্রাইকে টলমল পাকিস্তান ৷ পাক জঙ্গি দমনে এই পদক্ষেপের সমর্থন জানিয়ে আমেরিকা, বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে ৷

#নয়াদিল্লি: উরি হামলার জবাবে ভারতীয় জওয়ানদের সার্জিক্যাল স্ট্রাইকে টলমল পাকিস্তান ৷ পাক জঙ্গি দমনে এই পদক্ষেপের সমর্থন জানিয়ে আমেরিকা, বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে ৷ কিন্তু সার্জিক্যাল অপারেশনের সাফল্যের একদিন কাটতে না কাটতেই মৃত্যুর খবর ভারতীয় শিবিরে ৷
উরি হামলায় আশঙ্কাজনক অবস্থায় আহত এক জওয়ানের মৃত্যু হল শুক্রবার সকালে ৷ গত ১৮ সেপ্টেম্বর উরি সেনা ছাউনিতে জঙ্গি উরি হামলায় গুরুতর জখম হয়েছিলেন ওই সেনা জওয়ান ৷ নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে গত ১২ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে অবশেষে হার মানলেন ওই জওয়ান ৷
উরি হামলায় মৃত জওয়ানের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ ৷ গত ১৮ সেপ্টেম্বর, ভোর ৫:২০ নাগাদ সেনা ক্যাম্পে ঢুকে হামলা চালায় তিন চারজনের একটি জঙ্গি দল ৷ রবিবার জম্মু কাশ্মীরের উরি সেক্টরের সেনা ছাউনিতে ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা ৷ কোনও কিছু বুঝে ওঠার আগেই সীমান্ত পেরিয়ে আশা পাক জঙ্গিরা ঘুমন্ত জওয়ানদের টেন্টের দিকে গ্রেনেড ছুঁড়তে থাকে ৷ গ্রেনেড বিস্ফোরণে আগুন ধরে যায় সেনা তাঁবুতে ৷
advertisement
advertisement
আগুনের হাত থেকে বাঁচতে তাঁবু থেকে বেরোতেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ তাৎক্ষণিক চমক কাটিয়ে জঙ্গিদের মোকাবিলা করে ভারতীয় সেনা ৷ দীর্ঘ আড়াই ঘণ্টার লড়াইয়ের পর চার জঙ্গিকে খতম করতে সফল হয় সেনা ৷ হামলায় সেই দিন শহীদ হন ১৭ জন জওয়ান ৷ পরেরদিন সকালে হাসপাতালে মৃত্যু হয় চিকিৎসাধীন আরও এক জওয়ানের ৷ এদিনও আরও এক আহত জওয়ানের মৃত্যুর সঙ্গে শহীদের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ ৷ এর মধ্যে দু’জন ছিলেন এ রাজ্যের বাসিন্দা ৷
advertisement
উরি হামলার পরিবর্তে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক ৷ সন্ত্রাস নিয়ে একাধিকবার প্রমাণ দেওয়া সত্ত্বেও কোনও পদক্ষেপ নেয়নি পাকিস্তান ৷ সীমান্ত পেরিয়ে বারবার জঙ্গি অনুপ্রবেশের প্রতিরোধ নিজের হাতেই তুলে নেয় ভারতীয় সেনা ৷ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক ভূমিতে ঢুকে বৃহস্পতি রাতভর অভিযান চালায় সেনা ৷ ভিমবের, হটস্প্রিং সেল এবং লিপা সেক্টরে হামলা চালিয়ে সাতটি পাক জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেয় জওয়ানরা ৷ নিয়ন্ত্রণরেখার ওপারে ৫০০ মিটার থেকে ২কিমি পর্যন্ত অভিযানে ভারতীয় সেনাবাহিনীর হাতে নিকেশ বহু জঙ্গি ৷
বাংলা খবর/ খবর/দেশ/
উরি হামলায় আহত আরও এক জওয়ানের মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়াল ১৯
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement