স্বামী, সৎ ছেলের লাগাতার ধর্ষণ, রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন মহিলার
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
দাবি, ১৮ জুলাই মহিলাকে চণ্ডীগড়ে তাঁর স্বামীর খামারবাড়িতে নিয়ে যাওয়া হয়। যেখানে তাঁর স্বামীর কয়েকজন আত্মীয় এবং দুই সহকর্মী তাঁকে ধর্ষণ করেন।
#পিলিভিট: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠিয়ে স্বেচ্ছামৃত্যুর আবেদন করলেন ৩০ বছরের মহিলা। উত্তরপ্রদেশের এই মহিলার অভিযোগ অনুযায়ী, নিজের স্বামী, তাঁর বন্ধুবান্ধব এবং সৎ ছেলের লাগাতার ধর্ষণের শিকার হয়েছেন তিনি। চিঠিতে মহিলা জানিয়েছেন, বিচারব্যবস্থার প্রতি আস্থা হারিয়েছেন তিনি।
তাঁর চিঠির বয়ানে লেখা, 'ন্যায়বিচারের প্রতি সমস্ত আশা হারিয়ে ফেলেছি। ৯ অক্টোবর পুরাণপুর কোতোয়ালি থানায় দায়ের করা এফআইআর-এ উল্লেখ করা অভিযুক্তদের কাউকে গ্রেফতার করেনি পুলিশ। আদালতের নির্দেশ সত্ত্বেও। এদিকে ওরা আমাকে চুপ থাকার জন্য চাপ দিচ্ছে। আমার ভয়ানক পরিণতি হবে বলে হুমকিও দিচ্ছে।'
মহিলার কথায় জানা যায়, প্রথম বিয়ে থেকে বিচ্ছেদের তিন বছর পরে তিনি গত এপ্রিল মাসে চণ্ডীগড়ের ৫৫ বছরের এক কৃষককে বিয়ে করেছিলেন। এর পরেই তাঁর সৎ ছেলে তাঁকে অবৈধ সম্পর্কের জন্য জোরাজুরি করেন। রাজি না হলে ভয়ানক পরিণতির হুমকিও দেন। ফলে তিনি প্রথমে চুপ ছিলেন। কিন্তু তার পরে এটি নিত্যনৈমিত্তিক বিষয়ে পরিণত হয় বলে মহিলার অভিযোগ।
advertisement
advertisement
মহিলার দাবি, তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং ডিএনএ পরীক্ষা করতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে পুরাণপুরের একটি বেসরকারি হাসপাতালে গর্ভপাত করাতে বাধ্য করা হয়।
অভিযোগপত্রে দাবি করা হয়েছে, ১৮ জুলাই তাঁকে চণ্ডীগড়ে তাঁর স্বামীর খামারবাড়িতে নিয়ে যাওয়া হয়। যেখানে তাঁর স্বামীর কয়েকজন আত্মীয় এবং দুই সহকর্মী তাঁকে ধর্ষণ করেন। পুরাণপুর থানায় লিখিত অভিযোগ জমা করলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
advertisement
মহিলার দাবি, এরপর আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না তাঁর কাছে। আদালত এই বিষয়ে এফআইআর দায়ের করার নির্দেশ দেয়।
পিলিভিটের পুলিশ সুপার দীনেশ কুমার প্রভু জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) একাধিক ধারা, ৩৭৬ ডি (গণ-ধর্ষণ), ৩২৩ -(স্বেচ্ছায় আঘাত করা) এবং ৫০৪ (ইচ্ছাকৃত অপমান)-এর অধীনে পুরাণপুর কোতোয়ালি থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআর-এ মহিলার স্বামী ও সৎ ছেলে-সহ মোট পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। দীনেশ আশ্বাস্ত করেছেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং দাবি, মামলাটি জটিল বলেই এতটা সময় লাগছে।
advertisement
বর্তমানে মহিলা তাঁর মা, দুই ভাই এবং প্রথম পক্ষের ছয় বছরের ছেলের সঙ্গে থাকছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 24, 2022 11:08 AM IST