Viral Video|| 'পুলিশ ঘুষ নেয়, কাজও করে', ভরা ক্লাসরুমে পুলিশ আধিকারকের মন্তব্যে সোশ্যাল মিডিয়া তোলপাড়! ভাইরাল ভিডিও...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Uttar Pradesh Police admitting to the police taking bribes went viral: পুলিশ আধিকারিকের বক্তব্য শুধুমাত্র ক্লাসের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই আর। তাঁর 'বানী' ক্যামেরাবন্দি করে কেউ পোস্ট করে দেন সোশ্যাল মিডিয়ায়। তারপর তা ভাইরাল হয়ে যায়।
#লখনউ: 'পুলিশ ঘুষ নেয় না? এ আবার হয় নাকি!' এ কথা কম-বেশি অনেকেই বলে থাকেন। তার নানা প্রমাণ নানা সময়ে পাওয়াও যায়। কিন্তু কোনও পুলিশ কর্মী বা আধিকারিককে ঘুষ নেওয়ার কথা একেবারে অকপটে স্বীকার করে নিয়েছেন, তাও আবার সকলের সামনে, এমনটা দেখেছেন বা শুনেছেন কখনও? হ্যাঁ, এ রকমই একটি ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাওয়ে। সেখানে ক্লাসঘর ভর্তি পড়ুয়ার সামনে এক পুলিশ আধিকারক স্বীকার করে নিয়েছেন, 'পুলিশ ঘুষ খায়, কিন্তু তার বদলে কাজটাও করে দেয়। কিন্তু অন্যান্য পেশার আধিকারিকরা ঘুষের টাকা নেয়, কিন্তু সেক্ষেত্রে কাজ নাও হতে পারে।' আর এই ভিডিও আজ সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।
কী ঘটেছে?
Video from "Police ki pathshala" in UP's Unnao
Police department is still the most honest department. If police takes money, it gets the job done. Other department keep dilly-dallying. Video credit: @sanjayjournopic.twitter.com/mUHovttVsx — Piyush Rai (@Benarasiyaa) December 20, 2021
advertisement
advertisement
উত্তরপ্রদেশের জেলায় স্কুলে স্কুলে 'পুলিশ কি পাঠশালা' নামে একটি কর্মসূচি চলছে। সেরকমই একটি কর্মসূচিতে অংশ নিতে উন্নাওয়ের একটি স্কুলে গিয়েছিলেন স্থানীয় পুলিশের এক কর্তা। সেখানে গিয়ে তিনি পড়ুয়াদের সামনে অকপটে ঘুষ নেওয়ার কথা বলে ফেলেন। তাঁর বক্তব্য ছিল, "পুলিশ যদি টাকা নেয়, তাহলে বুঝবে সেই কাজটা হবেই।' তিনি আরও বলেন, "পুলিশ বিভাগই সর্বশ্রেষ্ঠ। পুলিশ যদি টাকা নেয়, তাহলে বুঝবে সেই কাজটা হবেই। কিন্তু অন্য কোনও বিভাগে যাও, সেখানেও টাকা নেবে। কিন্তু কাজটা হবে না। শিক্ষকদেরই কথাই যদি দেখ, বছরভর সকলে টাকা পেয়েছেন। কিন্তু বাড়িতে বসেই ক্লাস করাতে হয়েছে। আর পুলিশ করোনা অতিমারীর মধ্যেও সাধারণ সময়ের তুলনায় অনেক বেশি কাজ করেছে।"
advertisement
क्षेत्राधिकारी बीघापुर को संपूर्ण प्रकरण की जांच कर रिपोर्ट प्रेषित करने हेतु निर्देशित किया गया।
— UNNAO POLICE (@unnaopolice) December 20, 2021
আরও পড়ুন: হাড় কাঁপানো ঠান্ডায় নাজেহাল আমজনতা, আরও শীতের পূর্বাভাস, হলুদ সতর্কতা জারি...
উল্লেখ্য, পুলিশ আধিকারিকের এই বক্তব্য শুধুমাত্র ক্লাসের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই আর। তাঁর 'বানী' ক্যামেরাবন্দি করে কেউ পোস্ট করে দেন সোশ্যাল মিডিয়ায়। তারপর তা কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়। পুলিশ আধিকারিকের বক্তব্য প্রসঙ্গে উন্নাও পুলিশ ট্যুইট করে জানিয়ে, 'বিঘাপুরের জেলাশাসক বিষয়টি খতিয়ে দেখছেন। তারপরেই উচ্চপদস্থ আধিকারিকদের কাছে রিপোর্ট পেশ করা হবে।'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 20, 2021 4:44 PM IST