Weather Forecast| Extreme Cold Alert|| হাড় কাঁপানো ঠান্ডায় নাজেহাল আমজনতা, আরও শীতের পূর্বাভাস, হলুদ সতর্কতা জারি...

Last Updated:
Delhi Shivers at 4 4 Degrees Yellow Alert Issued: রবিবারের রেকর্ড ভেঙেগেল সোমবার। চলতি মরসুমে শীতের তাপমাত্রায় রেকর্ড (Cold Wave In North India) গড়ল রাজধানী। রবিবার সকাল থেকেই দিল্লিতে (Delhi-NCR) তীব্র শীতের দাপটে নাজেহাল আমজনতা।
1/10
*রবিবারের রেকর্ড ভেঙেগেল সোমবার। চলতি মরসুমে শীতের তাপমাত্রায় রেকর্ড (Cold Wave In North India) গড়ল রাজধানী। রবিবার সকাল থেকেই দিল্লিতে (Delhi-NCR) তীব্র শীতের দাপটে নাজেহাল আমজনতা। ফাইল ছবি। 
*রবিবারের রেকর্ড ভেঙেগেল সোমবার। চলতি মরসুমে শীতের তাপমাত্রায় রেকর্ড (Cold Wave In North India) গড়ল রাজধানী। রবিবার সকাল থেকেই দিল্লিতে (Delhi-NCR) তীব্র শীতের দাপটে নাজেহাল আমজনতা। ফাইল ছবি। 
advertisement
2/10
*দিল্লিতে সোমবার সকালে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৬ ডিগ্রি সেলসিয়াসে। ফাইল ছবি। 
*দিল্লিতে সোমবার সকালে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৬ ডিগ্রি সেলসিয়াসে। ফাইল ছবি। 
advertisement
3/10
*তীব্র শীতের জেরে দিল্লিতে হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন। রবি এবং সোমবারে তাপমাত্রার পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছিল। তার মধ্যে এ দিন আবার আশঙ্কার কথা শুনিয়েছে হাওয়া অফিস। ২৪ এবং ২৫ ডিসেম্বর এই কড়া শীতের মধ্যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। ফাইল ছবি। 
*তীব্র শীতের জেরে দিল্লিতে হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন। রবি এবং সোমবারে তাপমাত্রার পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছিল। তার মধ্যে এ দিন আবার আশঙ্কার কথা শুনিয়েছে হাওয়া অফিস। ২৪ এবং ২৫ ডিসেম্বর এই কড়া শীতের মধ্যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। ফাইল ছবি। 
advertisement
4/10
*শৈত্যপ্রবাহে কাবু রাজস্থানও। কেন্দ্রীয় আবহাওয়া দফতর (India Meteorological Department )-র তরফ থেকে বলা হয়েছে, রাজস্থানের ফতেপুর ও চারু এলাকায় তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নীচে। ফাইল ছবি। 
*শৈত্যপ্রবাহে কাবু রাজস্থানও। কেন্দ্রীয় আবহাওয়া দফতর (India Meteorological Department )-র তরফ থেকে বলা হয়েছে, রাজস্থানের ফতেপুর ও চারু এলাকায় তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নীচে। ফাইল ছবি। 
advertisement
5/10
*আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, বরফে মোড়া কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বরফ পড়ছে। তার সেই হিমশীতল বাতাস চলে আসছে উত্তরভারতের বিভিন্ন রাজ্যে। ফাইল ছবি। 
*আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, বরফে মোড়া কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বরফ পড়ছে। তার সেই হিমশীতল বাতাস চলে আসছে উত্তরভারতের বিভিন্ন রাজ্যে। ফাইল ছবি। 
advertisement
6/10
*জম্মু ও কাশ্মীরে শীতলতম দিন ছিল শনিবার। শ্রীনগরে তাপমাত্রা ছিল মাইনাস ৬ ডিগ্রি ও জম্মুতে তাপমাত্রা ছিল ২.৩ ডিগ্রি সেলসিয়াস। এই রাজ্যের পহেলগাঁওয়ে তাপমাত্রা ছিল মাইনাস ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। গুলমার্গে তাপমাত্রা ছিল মাইনাস ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি। 
*জম্মু ও কাশ্মীরে শীতলতম দিন ছিল শনিবার। শ্রীনগরে তাপমাত্রা ছিল মাইনাস ৬ ডিগ্রি ও জম্মুতে তাপমাত্রা ছিল ২.৩ ডিগ্রি সেলসিয়াস। এই রাজ্যের পহেলগাঁওয়ে তাপমাত্রা ছিল মাইনাস ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। গুলমার্গে তাপমাত্রা ছিল মাইনাস ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি। 
advertisement
7/10
*সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দ্রাসে, সেখানে পারদ নেমে গিয়েছে মাইনাস ২০.৩ ডিগ্রি সেলসিয়াসে, লেহ-তে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি। 
*সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দ্রাসে, সেখানে পারদ নেমে গিয়েছে মাইনাস ২০.৩ ডিগ্রি সেলসিয়াসে, লেহ-তে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি। 
advertisement
8/10
*দিল্লিতে শনিবার থেকেই ক্রমাগত দাপট বেড়েছে উত্তুরে ঠাণ্ডা হওয়ার। সেই কারণেই শনিবার ছিল দিল্লিতে এ মরশুমের শীতলতম দিন। এক ধাক্কায় ৬ ডিগ্রিতে কমে গিয়েছিল তাপমাত্রা। তারপরের দু'দিন ধরে জারি রয়েছে পারা পতন। ফাইল ছবি। 
*দিল্লিতে শনিবার থেকেই ক্রমাগত দাপট বেড়েছে উত্তুরে ঠাণ্ডা হওয়ার। সেই কারণেই শনিবার ছিল দিল্লিতে এ মরশুমের শীতলতম দিন। এক ধাক্কায় ৬ ডিগ্রিতে কমে গিয়েছিল তাপমাত্রা। তারপরের দু'দিন ধরে জারি রয়েছে পারা পতন। ফাইল ছবি। 
advertisement
9/10
*রাজ্যে জাঁকিয়ে শীতের পরিস্থিতি। আজ, সোমবার  কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস। মরশুমের শীতলতম দিন। এর আগে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। জেলায় জেলায় তাপমাত্রা ১০-এর কাছাকাছি। ফাইল ছবি। 
*রাজ্যে জাঁকিয়ে শীতের পরিস্থিতি। আজ, সোমবার  কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস। মরশুমের শীতলতম দিন। এর আগে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। জেলায় জেলায় তাপমাত্রা ১০-এর কাছাকাছি। ফাইল ছবি। 
advertisement
10/10
*উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে শীতে জবুথবু বাংলা। অবাধ উত্তুরে হাওয়া চলবে আরও ২৪ ঘণ্টা ৷  আজ পুরুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস, বীরভূমে শীতের আমেজ। সকাল থেকেই সিউড়িতে তাপমাত্রা ১১ ডিগ্রির আশপাশে। ফাইল ছবি।
*উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে শীতে জবুথবু বাংলা। অবাধ উত্তুরে হাওয়া চলবে আরও ২৪ ঘণ্টা ৷  আজ পুরুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস, বীরভূমে শীতের আমেজ। সকাল থেকেই সিউড়িতে তাপমাত্রা ১১ ডিগ্রির আশপাশে। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement