UP Policemen In Controversy: হাত জোড় করে দাঁড়িয়ে থাকা বৃদ্ধকে লাথি! পুলিশকর্মীর কীর্তির ভিডিও ভাইরাল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
UP Police Viral Video: পুলিশকর্মীর সামনে হাতজোড় করে দাঁড়িয়ে কথা বলছিলেন বৃদ্ধ। মন গলল না সেই পুলিশকর্মীর।
নয়াদিল্লি: যে কোনও পেশাতেই অনেক রকম মানুষ থাকেন। পুলিশকর্মীদের মধ্যেও আছেন। কোনও পুলিশকর্মী সত্যিই দুষ্টের দমন আর শিষ্টের পালন করেন। আর কেউ আবার ক্ষমতার দম্ভে আত্মহারা। দুর্বলের প্রতি অত্যাচার হয়ে ওঠে তাঁর আসল কাজ। ক্ষমতার অহংকার এতটাই প্রখর হয় যে অনেকেই মানবিকতা বোধ হারিয়ে ফেলেন। উত্তরপ্রদেশ পুলিশের এই কর্মী হয়তো তেমনই হয়ে গিয়েছেন। ক্ষমতার দম্ভে তিনি হিতাহিত জ্ঞানশূন্য।
ইউপি পুলিশের বর্বরতার একটি ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে। ভিডিওটি ইউপির বান্দা এলাকার বলে জানা গিয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন পুলিশকর্মী সামনে হাতজোড় করে দাঁড়িয়ে থাকে একজন বয়স্ক ব্যক্তিকে লাথি মারছেন। এই ভিডিওটি একজন প্রাক্তন আইপিএস টুইটারে শেয়ার করেছেন। তিনি তদন্তের পর দোষী প্রমাণিত হলে সেই পুলিশকর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
advertisement
advertisement
পুলিশের সামনে হাত জোড় করে দাঁড়য়ে বৃদ্ধ-
ওই ভিডিওটি ২৯ জানুয়ারির। একজন বয়স্ক ব্যক্তি পুলিশ কর্মীর সামনে হাত জোড় করে দাঁড়িয়ে ছিলেন। তিনি সেই পুলিশকর্মীকে হাতজোড় করে কিছু কথা বলছিলেন। হঠাত্ই তাঁর কথা শুনে পুলিশকর্মী প্রচণ্ড রেগে যাযন। এর পরই সেই বৃদ্ধকে দুবার লাথি মেরে সেখান থেকে চলে যেতে বলেন। সেই সময় চারপাশেও মানুষের ভিড় ছিল।
advertisement
বিষয়টি এড়িয়ে যেতে চাইছে পুলিশ-
পুলিশ গোটা ঘটনার দায় ঝেড়ে ফেলতে চাইছে। পুলিশের তরফে বলা হয়েছে, বৃদ্ধকে লাথি মারার ঘটনাটি বিক্ষিপ্ত। সেই পুলিশকর্মী পরিস্থিতির চাপে ওরকম ব্যবহার করতে বাধ্য হয়েছিলেন। তবে ভিডিওটি শেয়ার করেছেন খোদ একজন প্রাক্তন আইপিএস অফিসার। ফলে ব্যাপারটি নিয়ে আলোচনা হচ্ছে বেশি।
Some police reforms do not require funds. Just proper training and strict disciplinary action. https://t.co/DYDNCgh0LE
— RK Vij (@ipsvijrk) January 31, 2022
advertisement
আরও পড়ুন- "একটা ধনীদের ভারত, একটা গরীবদের" লোকসভায় বিজেপিকে আক্রমণ করে তোপের মুখে রাহুল
নিজের টুইটার অ্যাকাউন্টে ওই ভিডিওটি শেয়ার করে প্রাক্তন আইপিএস অফিসার আরকে ভিজ। তিনি বলেছেন, আগে তদন্ত হোক। যদি ক্ষমতার দম্ভে ওই পুলিশকর্মী এমন ব্যবহার করে থাকেন তা হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তিনি লিখেছেন, কিছু পুলিশকর্মীর মানসিকতা বদলের জন্য অর্থের প্রয়োজন হয় না। শুধুমাত্র যথাযথ প্রশিক্ষণ এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে তাদের মানসিকতায় বদল আনা যেতে পারে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 03, 2022 1:51 AM IST