পোস্টমর্টেমের পর মহিলার শবদেহ বদলে গেল পুরুষের দেহে! তুলকালাম এলাকায়

Last Updated:

আসলে এক মহিলার মারামারির সময়ে মৃত্যু হয়৷ এরপরে রবিবারে তার দেহ পোস্টমর্টেম হাউসে পাঠানো হয়৷

UP man's dead body was given instead of a woman in gonda postmortem house
UP man's dead body was given instead of a woman in gonda postmortem house
#গোন্ডা: গোন্ডার কর্নেলগঞ্জে পোস্টমর্টেম হাউসে মৃতদেহ বদলানোর মামলা সামনে এসেছে৷ এই ঘটনা সামনে আসার পরেই আত্মীয় পরিজন এবং আধিকারিকদের মধ্যে প্রবল চাঞ্চল্য তৈরি হয়ে যায়৷ আসলে এক মহিলার মারামারির সময়ে মৃত্যু হয়৷ এরপরে রবিবারে তার দেহ পোস্টমর্টেম হাউসে পাঠানো হয়৷ পোস্টমর্টেমের পর শব পরিজনদের মধ্যে দিয়ে দেওয়া হয়৷ এরপরেই শুরু হয়ে যায় হাঙ্গামা৷ বলা হচ্ছে পরিবারকে মহিলার বদলে পুরুষের মৃতদেহ তুলে দেওয়া হয়৷
পোস্টমর্টেম হাউসের কর্মীরা এবং পুলিশের কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে গণ্ডগোল শুরু করেন৷ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন সিএমও৷ এই বিষয়ে রাধেশ্যাম কেসরি জানিয়েছেন পোস্টমর্টেম হাউসের থেকে ডেডবডি বদলানোর অভিযোগ এসেছে৷ পাশাপাশি অভিযোগ যাদের বিরুদ্ধে প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে কঠিনতম পদক্ষেপ নেওয়া হবে৷
advertisement
advertisement
মামলাটি কোতয়ালি কর্নেলগঞ্জ ক্ষেত্রে গ্রামের গুরসড়ির৷ এই ঘটনা গত শুক্রবার ৪০ বছরের মহিলা রীতা দেবী এক বিবাদের সময় মারপিট করতে গিয়েছিলেন৷ তখন তাঁর মাথায় ইঁট দিয় আঘাত করা হয়৷ এরপর চিকিৎসার জন্য জেলা হাসপাতালে তাকে ভর্তি করা হয়৷ শনিবার সেখানেই তার মৃত্যু হয়৷ পোস্টমর্টেমের জন্য তাঁর শরীর যাওয়ার পরেই সব বিপত্তির শুরু হয়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পোস্টমর্টেমের পর মহিলার শবদেহ বদলে গেল পুরুষের দেহে! তুলকালাম এলাকায়
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement