#কানপুর: গোটা দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ (Corona Second Wave)। রাজ্যে রাজ্যে মৃত্যুমিছিল। সংক্রমণেও রেকর্ড। দিশাহারা হয়ে উঠছে সাধারণ মানুষ। কিন্তু তাবলে নিজের মা'কে করোনা আক্রান্ত সন্দেহে রাস্তায় ফেলে চলে যাওয়া! হ্যাঁ, এমনটাও ঘটল উত্তরপ্রদেশের কানপুরে। বয়স্ক বাবা- মায়েরা অনেক সময়ই সন্তানের কাছে বোঝা হয়ে দাঁড়ান৷ মা- বাবার প্রতি সন্তানের অমানবিকতার অনেক ছবিই সামনে এসেছে৷ কিন্তু করোনা-কালের এই ছবি যেন ছাপিয়ে যাচ্ছে সব। ইতিমধ্যেই করোনা আক্রান্ত ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।জানা গিয়েছে, রবিবার কানপুরের চাকেরি অঞ্চলের তাদ বাগিয়াতে কয়েকজন স্থানীয় বাসিন্দা রাস্তার ধারে এক বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন। তাঁকে জিগ্গেস করেই জানা যায়, ৫৮ বছর বয়সী ওই মহিলা ছেলের সঙ্গে চাকেরির মাক্কুপুরাতে থাকেন। স্বামী প্রয়াত হয়েছেন কয়েক বছর আগে। স্বামী ছিলেন সেনার লেফটেন্যান্ট কর্নেল।পুলিশের কাছে মহিলা জানিয়েছিলেন, রবিবার ওই মহিলা ছেলের কাছে জানান, তাঁর শ্বাসকষ্ট হচ্ছে। এরপরই মাকে কোনও হাসপাতালে না নিয়ে গিয়ে বিবাহিতা বোনের বাড়িতে রাখার সিদ্ধান্ত নেন মহিলার ছেলে। কিন্তু সেই বোনকে অসুস্থ মা'কে রাখতে অস্বীকার করে। এরপরই রাস্তায় মা'কে ছেড়ে পালিয়ে যায় ছেলে।ছেলের সন্দেহ হয়েছিল, তাঁর মা করোনা আক্রান্ত। ঘটনার কথা চাউড় হতেই পুলিশ ওই মহিলাকে একটি হাসপাতালে ভর্তি করে। সেখানেই মহিলার কোভিড-রিপোর্ট পজিটিভ আসে। আর হাসপাতালেই মৃত্যু হয় মহিলার। বৃদ্ধার ছেলের বিরুদ্ধে বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ।এবারই অবশ্য প্রথম নয়, করোনার প্রথম আঘাতের সময়ও এমন নানান ঘটনা সামনে এসেছে। করোনা সংক্রমণ ধরা পড়ায় নিজের ৯০ বছর বয়সি মাকে জঙ্গলে ফেলে রেখে এসেছিলেন এক ব্যক্তি৷ হারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কাচ্চিঘাঁটি এলাকায় ঘটেছিল সেই ঘটনা৷
Published by:Suman Biswas
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।