উত্তরপ্রদেশে নির্মীয়মাণ ফ্লাইওভার ভেঙে আহত ৪, চলছে উদ্ধারকাজ
Last Updated:
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ফ্লাইওভারকে ধরে রাখার লোহার বিম ভেঙে পড়ার ফলেই এই বিপত্তি
#লখনউ: উত্তরপ্রদেশের বস্তি জেলায় নির্মীয়মাণ একটি ফ্লাইওভার ভেঙে পড়েছে । শনিবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৪ শ্রমিক । আহতদের চিকিৎসা চলছে । ঘটনাটি ঘটেছে বস্তি জেলার ২৮ নম্বর জাতীয় সড়কে ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ফ্লাইওভারকে ধরে রাখার লোহার বিম ভেঙে পড়ার ফলেই এই বিপত্তি । চলছে উদ্ধারকাজ । ধ্বংসস্তুপের তলায় আটকে রয়েছেন বেশ কয়েকজন ।
Lintel of a flyover on National Highway 28 collapsed in Basti earlier this morning. 4 people injured, 2 people trapped under the debris. Rescue operation is underway. pic.twitter.com/kZ4beCNIVC
— ANI UP (@ANINewsUP) August 11, 2018
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্থানীয় প্রশাসনকে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত যাতে না হয়, সেই ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন । লখনউ শহর থেকে ২০৫ কি.মি. দূরে অবস্থিত বস্তি ।
Basti: Rescue operation is still underway at the site where lintel of a flyover on National Highway 28 collapsed in Basti earlier this morning. CM Yogi Adityanath has ordered the local administration for an immediate rescue operation & to resume the traffic. pic.twitter.com/9c4GVCAFSu — ANI UP (@ANINewsUP) August 11, 2018
advertisement
স্থানীয় বাসিন্দাদের মতে সড়ক পরিবহন মন্ত্রকের কর্মীরাই এই ফ্লাইওভার নির্মাণের কাজ করছিলেন । প্রায় ১৫ কোটি টাকা খরচ করে এই ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছিল ।প্রায় ৬০ শতাংশ কাজ হয়েও গিয়েছিল । গত সপ্তাহে এই ফ্লাইওভার পরিদর্শনও করে গিয়েছিলেন স্থানীয় প্রশাসনের আধিকারিকরা ।
জেলা প্রশাসন ঘটনাটি জাতীয় সড়ক মন্ত্রকের কাছে বিষয়টি জানিয়েছে ও তাঁরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন, জানিয়েছেন জেলা প্রশাসক রাজ শেখর ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 11, 2018 12:56 PM IST