উত্তরপ্রদেশে নির্মীয়মাণ ফ্লাইওভার ভেঙে আহত ৪, চলছে উদ্ধারকাজ

Last Updated:

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ফ্লাইওভারকে ধরে রাখার লোহার বিম ভেঙে পড়ার ফলেই এই বিপত্তি

#লখনউ: উত্তরপ্রদেশের বস্তি জেলায় নির্মীয়মাণ একটি ফ্লাইওভার ভেঙে পড়েছে । শনিবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৪ শ্রমিক । আহতদের চিকিৎসা চলছে । ঘটনাটি ঘটেছে বস্তি জেলার ২৮ নম্বর জাতীয় সড়কে ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ফ্লাইওভারকে ধরে রাখার লোহার বিম ভেঙে পড়ার ফলেই এই বিপত্তি । চলছে উদ্ধারকাজ । ধ্বংসস্তুপের তলায় আটকে রয়েছেন বেশ কয়েকজন ।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্থানীয় প্রশাসনকে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত যাতে না হয়, সেই ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন । লখনউ শহর থেকে ২০৫ কি.মি. দূরে অবস্থিত বস্তি ।
advertisement
স্থানীয় বাসিন্দাদের মতে সড়ক পরিবহন মন্ত্রকের কর্মীরাই এই ফ্লাইওভার নির্মাণের কাজ করছিলেন । প্রায় ১৫ কোটি টাকা খরচ করে এই ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছিল ।প্রায় ৬০ শতাংশ কাজ হয়েও গিয়েছিল । গত সপ্তাহে এই ফ্লাইওভার পরিদর্শনও করে গিয়েছিলেন স্থানীয় প্রশাসনের আধিকারিকরা ।
জেলা প্রশাসন ঘটনাটি জাতীয় সড়ক মন্ত্রকের কাছে বিষয়টি জানিয়েছে ও তাঁরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন, জানিয়েছেন জেলা প্রশাসক রাজ শেখর ।
বাংলা খবর/ খবর/দেশ/
উত্তরপ্রদেশে নির্মীয়মাণ ফ্লাইওভার ভেঙে আহত ৪, চলছে উদ্ধারকাজ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement