UP Flood: বিপর্যস্ত উত্তরপ্রদেশ! বজ্রাঘাত, সাপের কামড়! ২৪ ঘণ্টায় দুর্যোগের বলি ১০
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
UP Flood: উত্তরপ্রদেশে রামপুরে ডুবে মৃত্যু হয়েছে দু'জনের। বালিয়া, মাহোবা এবং ললিতপুরের সাতজনের বজ্রাঘাতে মৃত্যু হয়েছে। সুলতানপুরে সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।
লখনউ: বিপর্যস্ত উত্তরপ্রদেশ। গত ২৪ ঘণ্টায় সেই রাজ্যের বৃষ্টি সংক্রান্ত একাধিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের। শনিবার রাত ৯টায় একটি বিবৃতি জারি করে তেমনটাই জানিয়েছে উত্তরপ্রদেশের রাজ্য কমিশনার।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশে রামপুরে ডুবে মৃত্যু হয়েছে দু’জনের। বালিয়া, মাহোবা এবং ললিতপুরের সাতজনের বজ্রাঘাতে মৃত্যু হয়েছে। সুলতানপুরে সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। রাজ্যের সেচ দফতর জানিয়েছে, বিপদসীমার উপর বইছে বদায়ু নদী। শুধু তাই নয়। প্রয়াগরাজের যমুনার জলস্তরও বিপদসীমার কাছাকাছি। এক আধিকারিক জানান, মথুরায় যমুনা বিপদসীমার উপর বইছে।
মান্ত এলাকার অনেক জায়গা জলে ভাসছে। প্রচুর ফসল নষ্ট হয়েছে। মথুরা এবং বৃন্দাবনের নীচু এলাকার বাড়িঘরগুলি ভেসে গিয়েছে। ক্ষয়ক্ষতি আটকে মানুষকে এই দুর্যোগ থেকে রক্ষার জন্য পদক্ষেপ করছে জেলা প্রশাসন।
advertisement
advertisement
ইতিমধ্যেই হিমাচল প্রদেশ, পঞ্জাবের মতো রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দিল্লিতে যমুনা নদী বিপদসীমার উপরে দিয়ে বয়ে যাওয়ায় ভয়াবহ পরিস্থিতি। উত্তর ভারতের বেশির ভাগ শহরই এখন একে অপরের থেকে বিচ্ছিন্ন। অনেক শহরেই খাদ্যের সঙ্কট দেখা দিচ্ছে। বহু শহরেই পরিবহণ ব্যবস্থা বিধ্বস্ত হওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 16, 2023 11:06 AM IST