Home /News /national /
আইসিইউতে অ্যাসিড আক্রান্ত মহিলাকে পাহারা দেওয়ার সময় সেলফি তুলে বিতর্কে ৩ পুলিশকর্মী

আইসিইউতে অ্যাসিড আক্রান্ত মহিলাকে পাহারা দেওয়ার সময় সেলফি তুলে বিতর্কে ৩ পুলিশকর্মী

আইসিইউতে অ্যাসিড আক্রান্ত মহিলাকে পাহার দেওয়ার সময় সেলফি তুলে বিতর্কে ৩ পুলিশকর্মী

 • Last Updated :
 • Share this:

  #লখনউ: হাসপাতালের বেডে চিকিৎসাধীন  গণধর্ষণের শিকার এক অ্যাসিড আক্রান্ত মহিলা ৷ তাকে পাহারা দেওয়ার জন্য মোতায়ন করা হয়েছে তিন পুলিশকর্মীকে ৷ অথচ তারা তিনজনে হাসপাতালের রুমে সেলফি তুলতে ব্যস্ত ৷ সেলফিতে দেখা যায় অ্যাসিড আক্রান্ত মহিলাকেও ৷ সোশ্যাল মিডিয়ায় ছবিটি আপলোড করতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায় ৷ এরপরই এই ছবি নিয়ে  বিতর্কের ঝড় উঠে দেশজুড়ে ৷   লখনউয়ের কেজিএমইউ হাসপাতালের ঘটনা ৷

  জানা গিয়েছে, অ্যাসিড আক্রান্ত ওই মহিলা জানিয়েছেন বৃহস্পতিবার তিনি গঙ্গা-গোমতি এক্সপ্রেসে করে লখনউ আসছিলেন ৷ সেই সময়একদল দুষ্কৃতী জোর করে তাকে অ্যাসিড খেতে বাধ্য করে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ তাকে পাহারা দেওয়ার জন্য তিনজন মহিলা কনস্টেবলকে হাসপাতালে পাঠানো হয় ৷ কর্তবরত অবস্থায় সেলফি তুলতে ব্যস্ত হয়ে পরেন তারা ৷ ঘটনাটি প্রকাশ্যে আসতেই তিনজনকেই সাসপেন্ড করা হয়েছে ৷

  নতুন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অ্যাসিড আক্রান্তকে দেখতে যান ৷ তার জন্য ১ লক্ষ টাকার ক্ষতিপূরণের ঘোষণাও করেছেন তিনি ৷ অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি ৷

  জানা গিয়েছে, এই মহিলার উপরে এই নিয়ে চার বার অ্যাসিড হামলা হয়েছে ৷ এর আগে এই আক্রান্ত মহিলাকে ২০০৯ সালে গণধর্ষণ করা হয়। এরপর ২০১১ সালে প্রথম অ্যাসিড হামলা হয় ৷

  First published:

  Tags: Acid Attack Victim, Bengali News, Cops suspended after taking selfies while guarding acid attack victim in hospital, UP female cops suspended, UP female cops suspended after taking selfies with acid attack victim