Home /News /national /
Yogi Adityanath: উত্তর প্রদেশে ফের গেরুয়া ঝড়... জিতে যোগীর ট্যুইট ‘এটা লোকতন্ত্রের জয়...’

Yogi Adityanath: উত্তর প্রদেশে ফের গেরুয়া ঝড়... জিতে যোগীর ট্যুইট ‘এটা লোকতন্ত্রের জয়...’

Yogi Adityanath

Yogi Adityanath

Yogi Adityanath's tweet after BJP win in Uttar Pradesh: বৃহস্পতিবার বিকেলে বিজেপির জয় নিশ্চিত হওয়ার পর প্রায় ১৭ মিনিটের বক্তৃতায় যোগীর মুখে মোদি নামই শোনা গিয়েছে ৷ প্রধানমন্ত্রীকে বারবার অভিনন্দন জানানোর পাশাপাশি ভাষণে তিন বার ‘জয় শ্রীরাম’ বলেন যোগী আদিত্যনাথ ৷

আরও পড়ুন...
 • Share this:

  লখনউ: উচ্চতা মাত্র পাঁচ ফুট চার ইঞ্চি ৷ পাঁচ বছর আগে এই মানুষটির কাঁধেই চেপেছিল দেশের সবথেকে বড় রাজ্য শাসনের ভার ৷ যে রাজ্যের সঙ্গে দেশের কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতার নিবিড় সম্পর্ক ৷ ২০১৭ সালে যখন যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) অপ্রত্যাশিত ভাবে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছিল, তখন অনেকেই অবাক হয়েছিলেন ৷ পাঁচ বছরের শাসনকালে প্রশাসক হিসেবে অনেক বিতর্কে জড়িয়েছেন ৷ কিন্তু ২০২২-এ উত্তর প্রদেশের (Uttar Pradesh Election Results) রায় বুঝিয়ে দিল, যোগী আদিত্যনাথ ভারতীয় রাজনীতিতে হারিয়ে যাওয়ার জন্য নয়, থাকার জন্যই এসেছেন ৷ জিতে যোগীর ট্যুইট, ‘‘এই জয় লোকতন্ত্রের জয়...৷’’

  বৃহস্পতিবার বিকেলে বিজেপির জয় নিশ্চিত হওয়ার পর প্রায় ১৭ মিনিটের বক্তৃতায় যোগীর মুখে মোদি নামই শোনা গিয়েছে ৷ প্রধানমন্ত্রীকে বারবার অভিনন্দন জানানোর পাশাপাশি ভাষণে তিন বার ‘জয় শ্রীরাম’ বলেন যোগী আদিত্যনাথ ৷ ভোটে নিজের আসনে লক্ষাধিক ভোটে জিতে লখনউয়ে বিজেপি-র দফতরে এসে যোগী আদিত্যনাথ ভাসলেন গেরুয়া, লাল, সবুজ আবিরে।

  আরও পড়ুন-সোম, মঙ্গল, বুধ থাকেন প্রথম স্ত্রীর সঙ্গে; বৃহস্পতি, শুক্র ও শনিবার থাকেন দ্বিতীয় স্ত্রীর ডেরায়, এমন স্বামীর কথা শুনেছেন কখনও?

  উত্তর প্রদেশে না কি পরপর দু’বার জেতা যায় না নির্বাচনে  ৷ সেই ‘মিথ’ এবার ভেঙে দিলেন আদিত্যনাথ ৷ লখনউয়ের মসনদে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ‘বুলডোজার বাবা’ ৷ ৩৭ বছর বাদে উত্তর প্রদেশের কুর্সিতে কোনও একজন মুখ্যমন্ত্রী পরপর দু’বার দায়িত্ব নিতে চলেছেন ৷

  আরও পড়ুন-ভাগ্য বদলাল ৫০ বছর আগে কেনা মামুলি খেলনা; বর্তমান দাম শুনলে চোখ কপালে উঠবে!

  যোগী আদিত্যনাথ এদিন বলেন ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের গুণেই জাতীয়তাবাদ, উন্নয়ন ও সুশাসনের মডেলকে দু’হাত ভরে আশীর্বাদ করেছেন উত্তরপ্রদেশের মানুষ। তারই ফল এমন বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয় বার সরকার গড়ার সুযোগ পাওয়া।’’

  Published by:Siddhartha Sarkar
  First published:

  Tags: Uttar Pradesh Assembly Election 2022, Yogi Adityanath

  পরবর্তী খবর