UP Election Phase 1: সারাদিনই তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা! বিকেল ৫ টা অবধি ভোট পড়ল ৫৭.৭৯%

Last Updated:

UP Assembly Poll 2022: সাত দফার নির্বাচনের প্রথম দফায় পশ্চিম উত্তরপ্রদেশের জাট-অধ্যুষিত অঞ্চল জুড়ে ১১ টি জেলায় ৫৮ টি বিধানসভা আসনের নির্বাচন সম্পন্ন হল। নির্বাচন কমিশন সূত্রের খবর, বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৫৭.৭৯%।

#নয়াদিল্লি: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের (UP elections 2022) দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। যোগীর রাজ্যে আজ, বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচন শেষ হয়েছে। সাত দফার নির্বাচনের প্রথম দফায় পশ্চিম উত্তরপ্রদেশের জাট-অধ্যুষিত অঞ্চল জুড়ে ১১ টি জেলায় ৫৮ টি বিধানসভা আসনের নির্বাচন সম্পন্ন হল। বৃহস্পতিবারের ভোটে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং সমাজবাদীদের মধ্যেই মূল লড়াই। নির্বাচন কমিশন সূত্রের খবর, বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৫৭.৭৯%।
সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে এবং নির্বাচন কমিশনের জারি করা কোভিড নির্দেশিকা অনুসারেই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষ হয় সন্ধ্যা ৬ টায়।
advertisement
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের বাকি ছয়টি দফা আয়োজিত হবে ১৪, ২০, ২৩, ২৭ ফেব্রুয়ারি, এবং ৩ ও ৭ মার্চ।
advertisement
রাজ্যের প্রথম দফার ভোটে যে মন্ত্রীদের ভাগ্য নির্ধারণ হবে তাদের মধ্যে রয়েছেন শ্রীকান্ত শর্মা, সুরেশ রানা, সন্দীপ সিং, কপিল দেব আগরওয়াল, অতুল গর্গ এবং চৌধুরী লক্ষ্মী নারায়ণ। প্রথম দফায় ৬২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই পর্বে প্রায় ২.২৭ কোটি ভোটার ছিলেন।
২০১৭ সালে, বিজেপি এই ৫৮টি আসনের মধ্যে ৫৩টি আসনেই জয়ী হয়েছিল। সমাজবাদী পার্টি এবং বিএসপি দু’টি করে আসন পেয়েছিল। একটি আসন পেয়েছিল রাষ্ট্রীয় লোকদল।
advertisement
উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন সম্ভবত সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ নির্বাচন কারণ এতে সবচেয়ে বেশি সংখ্যক লোকসভা আসন রয়েছে যা সাধারণ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমস্ত রাজনৈতিক দলই উত্তরপ্রদেশে নির্বাচনী লড়াইয়ে জান প্রাণ দিয়ে ময়দানে নেমেছে। তারকাদের নিয়ে এসে নির্বাচনের প্রচার করিয়ে ভোট টানার চেষ্টা করেছে সব দলই।
advertisement
অন্যদিকে ভোটের মাঝেই উত্তরপ্রদেশের সীতাপুরে বিজেপি প্রধান জেপি নাড্ডা জানিয়েছেন, “আজ উত্তরপ্রদেশের অর্থনীতি দুই নম্বরে। গত পাঁচ বছরে আমরা ১০ টি বিশ্ববিদ্যালয়, ৭৭ টি কলেজ, ২৮ টি ইঞ্জিনিয়ারিং কলেজ খুলেছি এবং ৪.৫ লক্ষ মানুষকে চাকরি দিয়েছি। আজ উত্তরপ্রদেশে মেডিকেল কলেজের সংখ্যা সবচেয়ে বেশি। বিজেপি মানেই উন্নয়ন।”
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
UP Election Phase 1: সারাদিনই তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা! বিকেল ৫ টা অবধি ভোট পড়ল ৫৭.৭৯%
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement