Rahul Gandhi: হেলায় ফিরিয়ে দিয়েছেন ১০ লক্ষ! রাহুল গান্ধির সেলাই করা জুতো বেচবেন না, অনড় রামচেট
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Rahul Gandhi: এক ঘটনায় আমূল বদলে গিয়েছে রামচেটের জীবন। তাঁর ছোট্ট দোকানে বসেই জুতো সেলাই করেছিলেন রাহুল গান্ধি।রামচেটের দাবি রাহুলের সেলাই করা জুতো ১০ লক্ষ টাকা দিয়েও কিনতে চেয়েছে কেউ কেউ। তবুও তিনি বিক্রি করেননি।
সুলতানপুর: কিছুদিন আগেও তিনি ছিলেন সাধারণ চর্মকার, এখন তাঁর সঙ্গেই সবাই তুলতে চায় সেলফি। এক ঘটনায় আমূল বদলে গিয়েছে রামচেটের জীবন। তাঁর ছোট্ট দোকানে বসেই জুতো সেলাই করেছিলেন রাহুল গান্ধি। রামচেটের দাবি রাহুলের সেলাই করা জুতো ১০ লক্ষ টাকা দিয়েও কিনতে চেয়েছে কেউ কেউ। তবুও তিনি বিক্রি করেননি।
প্রসঙ্গত উত্তরপ্রদেশের সুলতানপুরে একটি মানহানির মামলার শুনানিতে যোগ দিতে যাচ্ছিলেন রাহুল গান্ধি। পথে পথে তিনি রামচেটের জুতো সারাইয়ের দোকানে দাঁড়িয়ে পড়েন। তাঁর থেকে শেখেন জুতো সেলাই।
#WATCH | Sultanpur, UP: Shopkeeper claims slippers stitched by LoP Rahul Gandhi are in high demand, price upto Rs. 10 lakhs.
Cobbler Ramchait says, “People are clicking selfies with me. Rahul Gandhi contacted me. I am getting a lot of calls for that slipper… I have been… pic.twitter.com/aky1Vu9smw
— ANI (@ANI) August 1, 2024
advertisement
advertisement
তাঁর ব্যবসা সম্পর্কে খোঁজ খবরও নিয়েছিলেন রাহুল। সংবাদমাধ্যম সূত্রে খবর, রামচেটকে একটি জুতো সেলাইয়ের মেশিন কিনে দিয়েছেন রাহুল। সেই মেশিনের সাহায্যে ব্যবসায় আয় বেড়েছে, জানালেন রামচেট।
রাহুলের জুতো সেলাইয়ের সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কংগ্রেস সাংসদকে জুতো সেলাইয়ের পাঠ শিখিয়ে পরিচিত মুখ হয়ে যান উত্তরপ্রদেশের কর্মকার রামচেট।
advertisement
আরও পড়ুন: সারাবিশ্বে JCB মেশিনের রং সবসময় হলুদ হয় কেন? JCB-র নামেও আছে বড় রহস্য, ৯৯% লোকজনই আসল কারণ জানেন না
দেশের সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে তিনি জানিয়েছেন, ‘‘আমি আরও বেশি সম্মান পাচ্ছি। কাঁধে হাত রেখে ছবি তুলছেন অনেকে।’’ তাঁকে ফোন করেছিলেন রাহুল গান্ধি, সেকথাও জানিয়েছেন তিনি। ‘‘রাহুলজি আমায় অনেক সম্মান দিয়েছেন’’, কংগ্রেস নেতাকে ধন্যবাদ জ্ঞাপন রামচেটের।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 01, 2024 11:19 PM IST