Wayanad Landslide: ছবির মতো গ্রামটা একরাতেই ‘মৃত‍্যুপুরী’! ঘর-বাড়ি-ক্ষেত এখন কাদা-বালির স্তূপ, চুরামালাকে চেনা দায়, পৌঁছলেন রাহুল-প্রিয়াঙ্কা

Last Updated:
Wayanad Landslide: এক রাতেই বদলে গেল পুরো ছবি। কাদা, বালি, জল, আর মৃত‍্যুমিছিল। কেরলে ওয়ানাড়ে অবস্থিত চুরামালা এখন ধ্বংসস্তূপ। প্রকৃতির করাল গ্রাস যেন পাল্টে দিয়েছে গোটা গ্রামটার মানচিত্র।
1/6
পাহাড়ের কোলে ছোট্ট, সুন্দর গ্রাম চুরামালা। কফির বাগান, জলপ্রপাত, হ্রদ, সব মিলিয়ে ঠিক যেন ক‍্যানভাসে আঁকা। প্রতি বছর বহু পর্যটকের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই গ্রাম।
পাহাড়ের কোলে ছোট্ট, সুন্দর গ্রাম চুরামালা। কফির বাগান, জলপ্রপাত, হ্রদ, সব মিলিয়ে ঠিক যেন ক‍্যানভাসে আঁকা। প্রতি বছর বহু পর্যটকের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই গ্রাম।
advertisement
2/6
এক রাতেই বদলে গেল পুরো ছবি। কাদা, বালি, জল, আর মৃত‍্যুমিছিল। কেরলে ওয়েনাড়ে অবস্থিত চুরামালা এখন ধ্বংসস্তূপ। প্রকৃতির করাল গ্রাস যেন পাল্টে দিয়েছে গোটা গ্রামটার মানচিত্র।
এক রাতেই বদলে গেল পুরো ছবি। কাদা, বালি, জল, আর মৃত‍্যুমিছিল। কেরলে ওয়েনাড়ে অবস্থিত চুরামালা এখন ধ্বংসস্তূপ। প্রকৃতির করাল গ্রাস যেন পাল্টে দিয়েছে গোটা গ্রামটার মানচিত্র।
advertisement
3/6
গত সোমবার রাত থেকেই শুরু হয় প্রবল বর্ষণ। সোমবার রাতেই হঠাত্‍ ধ্বস নামে ওয়েনাড়ে। প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে চারটি গ্রাম। চুরালমালা, মুন্ডাক্কাই, অট্টামালা এবং নুলপুঝা গ্রাম। চারটি গ্রামের মধ‍্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ চুরামালা এবং মুন্ডাকাই।
গত সোমবার রাত থেকেই শুরু হয় প্রবল বর্ষণ। সোমবার রাতেই হঠাত্‍ ধ্বস নামে ওয়েনাড়ে। প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে চারটি গ্রাম। চুরালমালা, মুন্ডাক্কাই, অট্টামালা এবং নুলপুঝা গ্রাম। চারটি গ্রামের মধ‍্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ চুরামালা এবং মুন্ডাকাই।
advertisement
4/6
প্রথমেই ধ্বস নামে চুরামালায়। পুরো গ্রামটাই রাতারাতি পরিণত হয়ে যায় বালি কাদার স্তূপে। চুরামালায় ধ্বংস করে হড়পা বান চালিয়ার নদী ধরে নীচের গ্রামগুলিকেও নিশ্চিহ্ণ করে দেয়। ঘুমের ঘোরেই মাটি আর পাথরের তলায় চলে যায় শতাধিক প্রাণ।
প্রথমেই ধ্বস নামে চুরামালায়। পুরো গ্রামটাই রাতারাতি পরিণত হয়ে যায় বালি কাদার স্তূপে। চুরামালায় ধ্বংস করে হড়পা বান চালিয়ার নদী ধরে নীচের গ্রামগুলিকেও নিশ্চিহ্ণ করে দেয়। ঘুমের ঘোরেই মাটি আর পাথরের তলায় চলে যায় শতাধিক প্রাণ।
advertisement
5/6
ইতিমধ্যেই ধসের নীচে চাপা পড়ে অন্তত ২৭৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ খোঁজ নেই শতাধিক মানুষের৷ বৃহস্পতিবার চুরামালায় পৌঁছলেন কংগ্রেস নেতা ওয়ানাডের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি৷
ইতিমধ্যেই ধসের নীচে চাপা পড়ে অন্তত ২৭৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ খোঁজ নেই শতাধিক মানুষের৷ বৃহস্পতিবার চুরামালায় পৌঁছলেন কংগ্রেস নেতা ওয়ানাডের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি৷
advertisement
6/6
প্রতি বছর বহু পর্যটক ভিড় জমান পাহাড়ের কোলে সুন্দর গ্রামের সৌন্দর্য উপভোগ করতে। বিশেষত ‘ট‍্যুরিস্ট স্পট’ হিসেবে চুরামালার খ‍্যাতি দেশজোড়া। সেই চুরামালাই এখন পরিণত হয়েছে ‘মৃত‍্যুপুরীতে’।
প্রতি বছর বহু পর্যটক ভিড় জমান পাহাড়ের কোলে সুন্দর গ্রামের সৌন্দর্য উপভোগ করতে। বিশেষত ‘ট‍্যুরিস্ট স্পট’ হিসেবে চুরামালার খ‍্যাতি দেশজোড়া। সেই চুরামালাই এখন পরিণত হয়েছে ‘মৃত‍্যুপুরীতে’।
advertisement
advertisement
advertisement