UP By-Election Results 2018 LIVE: গোরক্ষপুরে, ফুলপুরে দুই কেন্দ্রেই এগিয়ে সপা

Last Updated:
#নয়াদিল্লি: উত্তরপ্রদেশ উপনির্বাচনে রীতিমত হাড্ডাহাড্ডি লড়াই চলছে ৷ একাদশ রাউন্ডের গণনা শেষে ফুলপুরে সমাজবাদী পার্টি এগিয়ে রয়েছে ১৩০০০টি ভোটে ৷ অপরদিকে, গোরক্ষপুরেও ৯০০০টি ভোটে বিজেপিকে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছে বিজেপি ৷ অপরদিকে, বিহারের আরারিয়া লোকসভা আসনে আরজেডি প্রার্থী ১২০০ ভোটে এগিয়ে রয়েছেন ৷
বিহারের আরারিয়া আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফের ৩,৫০৬ ভোটে  এগিয়ে গেলেন আরজেডি  প্রার্থী । জেহানাবাদ বিধানসভা আসনে আরজেডির ব্যবধান বেড়ে প্রায়  ১৯  হাজার ৷  আরজেডির তরফে এই আসনে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে সারফারাজ আলম ৷ ৩,৫০৬ ভোটে এগিয়ে তিনি৷ তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ১,৫৬,৪৯৬ ৷ সারফারাজের বিপরীতে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন প্রদীপ কুমার সিং ৷  যার প্রাপ্ত ভোটের সংখ্যা ১,৫২,৯৯০ ৷
advertisement
একাদশ রাউন্ডের ভোটগণনা শেষে ফুলপুরে সপা-র প্রাপ্ত ভোট সংখ্যা  ১,২২,২৪৭ ৷ অপরদিকে, বিজেপি ভোট পেয়েছে  ১,০৬,৫৩৪ ৷
advertisement
চতুর্থ রাউন্ডের গণনা শেষে ফুলপুরে সমাজবাদী পার্টি এগিয়ে রয়েছে ৩০০০টি ভোটে ৷ অপরদিকে, গোরক্ষপুরে এগিয়ে রয়েছে বিজেপি ৪৬৮৮টি ভোটে ৷ অপরদিকে, বিহারের আরারিয়া লোকসভা আসনে আরজেডি প্রার্থী ১২০০ ভোটে এগিয়ে রয়েছেন ৷
উত্তরপ্রদেশে ২টি লোকসভা আসনের উপনির্বাচনেই পিছিয়ে ছিল বিজেপি। ফুলপুরে এগিয়ে সমাজবাদী পার্টি । গোরক্ষপুরে এগিয়ে সমাজবাদী পার্টি । গোরক্ষপুরে ফলঘোষণায় দেরী হওয়ায় ক্ষুব্ধ বিরোধীরা, বিধানসভায় তুলকালাম।
advertisement
উত্তরপ্রদেশের গোরক্ষপুর বিজেপী প্রার্থী হিসেবে লড়ছেন উপেন্দ্র দত্ত শুক্লা ৷ সপা-র তরফে এই আসনে দাঁড়িয়েছেন প্রবীণ নিশাদ ৷ জানা গিয়েছে, গোরক্ষপুরের জেলা শাসক রাজীব রৌতেলা ভোট গণনা কেন্দ্রে সংবাদমাধ্যমদের প্রবেশ করতে বাধা দিচ্ছেন ৷
উল্লেখ্য, ফুলপুরে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন কৌশালেন্দ্র সিং প্যাটেল ৷ আর সপা-র তরফে এই পদে দাঁড়িয়েছেন নগেন্দ্র প্রতাপ সিং প্যাটেল ৷ পাশাপাশি, কংগ্রেসের তরফে গোরক্ষপুরে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে সুরীথা করিম এবং ফুলপুর থেকে দাঁড়িয়েছেন মনীশ মিশ্র ৷
advertisement
ত্রিপুরায় রাজনৈতিক পালাবদলের পর উত্তরপ্রদেশ নিয়েও আত্মবিশ্বাসী বিজেপি ৷ তবু উত্তরপ্রদেশের গোরক্ষপুর ও ফুলপুরের উপনির্বাচন বেশ কিছুটা ভাবাচ্ছে শাসক দলকে ৷
বুধবারই এই দুই রাজ্যের ভাগ্য নির্ধারণ হতে চলেছে ৷ শেষ খবর অনুযায়ী, এই দুটি কেন্দ্রেই বিরোধী দলকে পিছনে ফেলে বেশ কিছুটা এগিয়ে রয়েছে বিজেপি ৷ পাশাপাশি  বিহারের আরারিয়া লোকসভা আসনের উপনির্বাচনের ফলপ্রকাশও আজ ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট গণনা ৷ বিহারের ভাবুয়া বিধানসভা আসনে এগিয়ে বিজেপি। জাহানাবাদ আসনে এগিয়ে আরজেডি।
advertisement
গোরক্ষপুর এবং ফুলপুরে বিজেপির লড়াই মূলত বিরোধী দল সপার সঙ্গেই ৷ যদিও কংগ্রেস দুটি আসনের লড়াই করছে ৷ গত ১১ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এবং ফুলপুরে নির্বাচন হয় ৷ গোরক্ষপুরে ভোট পড়েছিল ৪৭.৪৫ শতাংশ ৷ অপরদিকে, ফুলপুরে ভোট পড়েছিল ৩৭.৩৯ শতাংশ ৷ গোরক্ষপুরে গত কয়েকবছর ধরেই গেরুয়া শিবির  শাসন চালাচ্ছে ৷ কিন্তু যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর এই আসনটি শূন্য হয়ে যায় ৷ অপরদিকে, উপমুখ্যমন্ত্রী হন কেশব প্রসাদ মৌর্য ৷ এরপরই ফুলপুরের আসনটিও  শূন্য হয়ে যায় ৷
advertisement
উল্লেখ্য, উত্তরপ্রদেশের গোরক্ষপুর এবং ফুলপুরে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টিও সমর্থন করছে সপাকেই ৷ অন্যদিকে, বিহারে নীতিশ কুমারের কাছেও এই ভোট যথেষ্ট গুরুত্বপূর্ণ ৷ কারণ আরজেডি-কংগ্রেসের সঙ্গে জোট ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি ৷ আর তারপর এই প্রথম নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে তাঁর দলকে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
UP By-Election Results 2018 LIVE: গোরক্ষপুরে, ফুলপুরে দুই কেন্দ্রেই এগিয়ে সপা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement