UP By-Election Results 2018 LIVE: গোরক্ষপুরে, ফুলপুরে দুই কেন্দ্রেই এগিয়ে সপা

Image: PTI

Image: PTI

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: উত্তরপ্রদেশ উপনির্বাচনে রীতিমত হাড্ডাহাড্ডি লড়াই চলছে ৷ একাদশ রাউন্ডের গণনা শেষে ফুলপুরে সমাজবাদী পার্টি এগিয়ে রয়েছে ১৩০০০টি ভোটে ৷ অপরদিকে, গোরক্ষপুরেও ৯০০০টি ভোটে বিজেপিকে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছে বিজেপি ৷ অপরদিকে, বিহারের আরারিয়া লোকসভা আসনে আরজেডি প্রার্থী ১২০০ ভোটে এগিয়ে রয়েছেন ৷

    বিহারের আরারিয়া আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফের ৩,৫০৬ ভোটে  এগিয়ে গেলেন আরজেডি  প্রার্থী । জেহানাবাদ বিধানসভা আসনে আরজেডির ব্যবধান বেড়ে প্রায়  ১৯  হাজার ৷  আরজেডির তরফে এই আসনে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে সারফারাজ আলম ৷ ৩,৫০৬ ভোটে এগিয়ে তিনি৷ তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ১,৫৬,৪৯৬ ৷ সারফারাজের বিপরীতে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন প্রদীপ কুমার সিং ৷  যার প্রাপ্ত ভোটের সংখ্যা ১,৫২,৯৯০ ৷

    একাদশ রাউন্ডের ভোটগণনা শেষে ফুলপুরে সপা-র প্রাপ্ত ভোট সংখ্যা  ১,২২,২৪৭ ৷ অপরদিকে, বিজেপি ভোট পেয়েছে  ১,০৬,৫৩৪ ৷

    চতুর্থ রাউন্ডের গণনা শেষে ফুলপুরে সমাজবাদী পার্টি এগিয়ে রয়েছে ৩০০০টি ভোটে ৷ অপরদিকে, গোরক্ষপুরে এগিয়ে রয়েছে বিজেপি ৪৬৮৮টি ভোটে ৷ অপরদিকে, বিহারের আরারিয়া লোকসভা আসনে আরজেডি প্রার্থী ১২০০ ভোটে এগিয়ে রয়েছেন ৷

    উত্তরপ্রদেশে ২টি লোকসভা আসনের উপনির্বাচনেই পিছিয়ে ছিল বিজেপি। ফুলপুরে এগিয়ে সমাজবাদী পার্টি । গোরক্ষপুরে এগিয়ে সমাজবাদী পার্টি । গোরক্ষপুরে ফলঘোষণায় দেরী হওয়ায় ক্ষুব্ধ বিরোধীরা, বিধানসভায় তুলকালাম।

    উত্তরপ্রদেশের গোরক্ষপুর বিজেপী প্রার্থী হিসেবে লড়ছেন উপেন্দ্র দত্ত শুক্লা ৷ সপা-র তরফে এই আসনে দাঁড়িয়েছেন প্রবীণ নিশাদ ৷ জানা গিয়েছে, গোরক্ষপুরের জেলা শাসক রাজীব রৌতেলা ভোট গণনা কেন্দ্রে সংবাদমাধ্যমদের প্রবেশ করতে বাধা দিচ্ছেন ৷

    উল্লেখ্য, ফুলপুরে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন কৌশালেন্দ্র সিং প্যাটেল ৷ আর সপা-র তরফে এই পদে দাঁড়িয়েছেন নগেন্দ্র প্রতাপ সিং প্যাটেল ৷ পাশাপাশি, কংগ্রেসের তরফে গোরক্ষপুরে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে সুরীথা করিম এবং ফুলপুর থেকে দাঁড়িয়েছেন মনীশ মিশ্র ৷

    ত্রিপুরায় রাজনৈতিক পালাবদলের পর উত্তরপ্রদেশ নিয়েও আত্মবিশ্বাসী বিজেপি ৷ তবু উত্তরপ্রদেশের গোরক্ষপুর ও ফুলপুরের উপনির্বাচন বেশ কিছুটা ভাবাচ্ছে শাসক দলকে ৷

    বুধবারই এই দুই রাজ্যের ভাগ্য নির্ধারণ হতে চলেছে ৷ শেষ খবর অনুযায়ী, এই দুটি কেন্দ্রেই বিরোধী দলকে পিছনে ফেলে বেশ কিছুটা এগিয়ে রয়েছে বিজেপি ৷ পাশাপাশি  বিহারের আরারিয়া লোকসভা আসনের উপনির্বাচনের ফলপ্রকাশও আজ ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট গণনা ৷ বিহারের ভাবুয়া বিধানসভা আসনে এগিয়ে বিজেপি। জাহানাবাদ আসনে এগিয়ে আরজেডি।

    গোরক্ষপুর এবং ফুলপুরে বিজেপির লড়াই মূলত বিরোধী দল সপার সঙ্গেই ৷ যদিও কংগ্রেস দুটি আসনের লড়াই করছে ৷ গত ১১ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এবং ফুলপুরে নির্বাচন হয় ৷ গোরক্ষপুরে ভোট পড়েছিল ৪৭.৪৫ শতাংশ ৷ অপরদিকে, ফুলপুরে ভোট পড়েছিল ৩৭.৩৯ শতাংশ ৷ গোরক্ষপুরে গত কয়েকবছর ধরেই গেরুয়া শিবির  শাসন চালাচ্ছে ৷ কিন্তু যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর এই আসনটি শূন্য হয়ে যায় ৷ অপরদিকে, উপমুখ্যমন্ত্রী হন কেশব প্রসাদ মৌর্য ৷ এরপরই ফুলপুরের আসনটিও  শূন্য হয়ে যায় ৷

    উল্লেখ্য, উত্তরপ্রদেশের গোরক্ষপুর এবং ফুলপুরে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টিও সমর্থন করছে সপাকেই ৷ অন্যদিকে, বিহারে নীতিশ কুমারের কাছেও এই ভোট যথেষ্ট গুরুত্বপূর্ণ ৷ কারণ আরজেডি-কংগ্রেসের সঙ্গে জোট ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি ৷ আর তারপর এই প্রথম নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে তাঁর দলকে ৷

    First published:

    Tags: Bihar, BJP, Gorakhpur, Phulpur, RJD, SP, UP By-Election