উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কে? বিজেপির অন্দরে জমছে লড়াই

Last Updated:

শনিবার সকাল থেকেই গোটা দুনিয়ার নজর উত্তরপ্রদেশের বিধনাসভা নির্বাচনের ফলাফলের দিকে ৷

#লখনউ: শনিবার সকাল থেকেই গোটা দুনিয়ার নজর উত্তরপ্রদেশের বিধনাসভা নির্বাচনের ফলাফলের দিকে ৷ যত দিন বেড়েছে, সপা-কংগ্রেসের জোট সমীকরণকে পিছনে ফেলে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বিজেপি ৷ নির্বাচনের ফলাফলে স্পষ্ট হয়েছে মোদির গেরুয়া ম্যাজিক ছেয়ে ফেলেছে গোটা উত্তরপ্রদেশকে ৷ এরই মাঝে রাজনৈতিক মহলে বিশেষ করে বিজেপি-র অন্দরে এখনই শুরু হয়ে গিয়েছে শোরগোল ৷ সবার মুখে মুখেই প্রশ্ন উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী হবেন কে?
বিজেপি দলের অন্দরে অনেকেই মনে করছেন নির্বাচনের ফলাফলের ট্রেন্ড যা বলছে, তা থেকে মনোজ সিংয়ের ভাগ্যেই শিকে ছিঁড়তে পারে ৷ ভূমিহার এই নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহের খুবই ঘনিষ্ঠ ৷ তাই মুখ্যমন্ত্রী পদে মনোজ সিংয়ের নামই আসতে পারে বলে অনেকেই মনে করছেন ৷ শোনা যাচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিও ৷
advertisement
বিজেপি-র একাংশ মনে করছেন, কেন্দ্রে বাজপেয়ি ও উত্তরপ্রদেশে কল্যাণ সিংয়ের রসায়ন অনুসরণ রা উচিত ৷ উচ্চবর্ণ ও নিম্নবর্ণ নিয়েই মূলত মুখ্যমন্ত্রীর বাছাই নিয়ে দ্বিধাভক্ত উত্তরপ্রদেশের রাজনীতি ৷ আর এই বর্ণকে মেনেই মুখ্যমন্ত্রীর লড়াইয়ে রয়েছেন আদিত্যনাথ, দীনেশ শর্মারা ৷ অন্যদিকে রয়েছেন কেশব প্রসাদ মৌর্য, মহেশ শর্মা, সিদ্ধার্থ নাথ সিং, শ্রীকান্ত শর্মারাও ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কে? বিজেপির অন্দরে জমছে লড়াই
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement