গত ৭০ বছরে সবচেয়ে সঙ্কটজনক দেশের আর্থিক পরিস্থিতি, মন্তব্য নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমারের

Last Updated:

বাজেটে পাঁচ হাজার কোটি মার্কিন ডলার অর্থনীতির স্বপ্ন দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু বাস্তবের সঙ্গে মিলছে না সেই স্বপ্ন। আর্থিক ক্ষেত্রে সঙ্কটজনক দেশের পরিস্থিতি ৷

#নয়াদিল্লি: বাজেটে পাঁচ হাজার কোটি মার্কিন ডলার অর্থনীতির স্বপ্ন দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু বাস্তবের সঙ্গে মিলছে না সেই স্বপ্ন। আর্থিক ক্ষেত্রে সঙ্কটজনক দেশের পরিস্থিতি ৷ গত ৭০ বছরে সবথেকে গুরুতর অবস্থা দেশের অর্থনীতির ৷ এমন কথা শোনা গেল নীতি আয়োগের ভাইস প্রেসিডেন্ট রাজীব কুমারের মুখে ৷
সরকারের অস্বস্তি বাড়ালেন রাজীব কুমার ৷ গতকাল দিল্লিতে এক অনুষ্ঠানে নীতি আয়োগের ভাইস প্রেসিডেন্ট রাজীব কুমারের অশনি সংকেত, বর্তমান জিডিপি হার ধরে রাখাই দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে সরকার কার্যত ঘুমিয়ে রয়েছে বলেই অভিযোগ রাজীব কুমারের। এমন পরিস্থিতির মুখে এর আগে কখনও পড়েনি দেশ ৷ অবিলম্বে ব্যবস্থা না নিলে ভেঙে পড়বে দেশের অর্থনীতির মেরুদন্ড ৷
advertisement
নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান বাজারের বর্তমান লেনদেন ও বিনিয়োগের অবস্থা বোঝাতে গিয়ে বলেন, ‘কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। শুধু সরকার ও বেসরকারি সংস্থার মধ্যে এমন পরিস্থিতি সীমাবদ্ধ নয়। বেসরকারি ক্ষেত্রেও একে অন্যকে বিশ্বাস করে কেউ কাউকে ধার দিতে চাইছে না।’ এই সমস্যার সমাধানের পথও একপ্রকার দেখিয়েছেন রাজীব কুমার ৷ তাঁর মতে, বেসরকারি সংস্থাগুলিকে চাঙ্গা করতে সংস্কারের পথে হাঁটতে হবে সরকারকে ৷ পাশাপাশি বেসরকারি সংস্থাগুলিকেও এগোতে হবে নিজের তাগিদে ৷
advertisement
advertisement
ইঙ্গিত পাওয়া যাচ্ছিল গত কয়েকদিন ধরেই। যার উপর সিলমোহর বসালেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। তাঁর মতে, এই সঙ্কটকে ছাপিয়েও  প্রকট হচ্ছে আর্থিক শিল্পক্ষেত্রের উপর সঙ্কট। দিল্লির মসনদে দ্বিতীয় ইংনিস শুরু করে শেষ বাজেটে পাঁচ লক্ষ কোটি মার্কিন ডলার অর্থনীতিক স্বপ্ন দেখিয়েছিল মোদি সরকার। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান মনে করছেন, স্বপ্নের সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। কারণ, বর্তমান জিডিপির হার ধরে রাখাই এখন দুঃস্বপ্ন।
advertisement
বিশেষজ্ঞদের মতে, কাশ্মীরে 370 প্রত্যাহার। চিদম্বরমের গ্রেফতারির মতো প্রসঙ্গের অন্তরালেই শিল্পক্ষেত্রের রক্তক্ষয়ের এই চোরাস্রোত বইছে। যা প্রকাশ্যে আসছে রাজীব কুমারের অশনি সংকেতে। গত সত্তর বছরে কেন নিম্নমুখী ভারতীয় অর্থনীতি ? ভাইস চেয়ারম্যানের বিশ্লেষণ, তাঁর মতে খেলা বদলেছে গত চার বছরে। নোটবন্দি, জিএসটি এবং দেউলিয়া বিধি পরিবর্তনের আগে পর্যন্ত ৩৫ শতাংশ পর্যন্ত বাজার লেনদেন। কিন্তু পরবর্তী সময়ে যা এখন অনেকটাই কমে গিয়েছে।
advertisement
এরপরেও সরকার কার্যত ঘুমোচ্ছে। অভিযোগ নীতি আয়োগের ভাইস প্রেসিডেন্টের। তাঁর মতে, পরিস্থিতির উন্নতিতে সরকারকে এমন কিছু করতে হবে যা চিরাচরিত নয়। বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে আস্থা ফেরাতেই হবে। কারণ বেনজির এই সঙ্কটের সবচেয়ে বেশি প্রভাব জিডিপিতেই। ভুগছে শেয়ার বাজারও।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গত ৭০ বছরে সবচেয়ে সঙ্কটজনক দেশের আর্থিক পরিস্থিতি, মন্তব্য নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমারের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement