সিবিআই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বরখাস্ত উন্নাও কাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার
Last Updated:
উত্তরপ্রদেশের বিজেপির অধ্যক্ষ স্বতন্ত্র দেব সিং জানিয়েছেন তাকে আগেই দল থেকে বরখাস্ত করা হয়েছিল ও সিবিআই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে দলীয় কাজে অংশগ্রহণ করতে দেওয়া হবে না
#উন্নাও: ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়ে ভেন্টিলেশনে রয়েছেন উন্নাও ধর্ষণকাণ্ডের মূল অভিযোগকারিণী । মৃত্যু হয়েছে তাঁর মা ও আইনজীবীর । তারপর থেকেই উন্নাও ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারকে বরখাস্ত করার দাবি তুলেছে বিরোধীপক্ষ ।
শেষপর্যন্ত বিজেপির উত্তরপ্রদেশে শাখার তরফ থেকে জানানো হয়েছে কুলদীপ সেঙ্গারকে বরখাস্ত করা হয়েছে । উত্তরপ্রদেশের বিজেপির অধ্যক্ষ স্বতন্ত্র দেব সিং জানিয়েছেন তাকে আগেই দল থেকে বরখাস্ত করা হয়েছিল ও সিবিআই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে দলীয় কাজে অংশগ্রহণ করতে দেওয়া হবে না ।
UP BJP Chief Swatantra Dev Singh on Unnao rape case accused Kuldeep Singh Sengar: He was suspended from the party and will stay suspended. CBI inquiry in the case is underway. pic.twitter.com/QxZrCygM7E
— ANI UP (@ANINewsUP) July 30, 2019
advertisement
advertisement
সোমবারেই ট্যুইটারে উন্নাও প্রসঙ্গে যোগী সরকারকে নিশানা করেছিলেন প্রিয়াঙ্কা গান্ধি। বিজেপির তরফ থেকে যদিও জানানো হয়েছে উন্নাও কাণ্ডের অভিযোগ সামনে আসতেই দল থেকে বরখাস্ত করা হয়েছিল সেঙ্গারকে ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 30, 2019 3:05 PM IST