হোম /খবর /দেশ /
উন্নাওকাণ্ডে অভিযুক্ত বিধায়ক কুলদীপ সেঙ্গারকে বহিষ্কার করল বিজেপি

উন্নাওকাণ্ডে অভিযুক্ত বিধায়ক কুলদীপ সেঙ্গারকে বহিষ্কার করল বিজেপি

মূল অভিযুক্ত কুলদীপ সেঙ্গার

মূল অভিযুক্ত কুলদীপ সেঙ্গার

সোমবার, ২৯ জুলাই, সেঙ্গারের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে উত্তরপ্রদেশ পুলিশ । গতবছর মৃত্যু হয়েছে নির্যাতিতার বাবার । সেঙ্গারের বিরুদ্ধে বারবার হুমকি দেওয়ার অভিযোগ তুলেছে নির্যাতিতার পরিবার ।  সেঙ্গার নিয়ে বিজেপিকে আক্রমণ করেছে বিরোধীপক্ষও

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

    #উন্নাও:  দল থেকে বহিষ্কার করা হল উন্নাওকাণ্ডে অভিযুক্ত  বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারকে। ২০১৭ সালে সেঙ্গারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন নির্যাতিতা ।আজই সেঙ্গারকে বহিষ্কার করেছে বিজেপি ।

    এক পথ দুর্ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা । সোমবার, ২৯ জুলাই, সেঙ্গারের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে উত্তরপ্রদেশ পুলিশ । গতবছর মৃত্যু হয়েছে নির্যাতিতার বাবার । সেঙ্গারের বিরুদ্ধে বারবার হুমকি দেওয়ার অভিযোগ তুলেছে নির্যাতিতার পরিবার ।  সেঙ্গার নিয়ে বিজেপিকে আক্রমণ করেছে বিরোধীপক্ষও ।

    ঘটনার তদন্তভার নিয়েছে সিবিআই । আজই উন্নাও মামলা উত্তরপ্রদেশের বাইরে সরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ।অন্যদিকে নির্যাতিতার সুরক্ষার দায়িত্বে থাকা দুই মহিলা পুলিশ কর্মী সহ নিরাপত্তারক্ষীদের বরখাস্ত করেছে রাজ্য সরকার ।

    First published:

    Tags: Kuldeep Sengar, Unnao Rape Case