#উন্নাও: দল থেকে বহিষ্কার করা হল উন্নাওকাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারকে। ২০১৭ সালে সেঙ্গারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন নির্যাতিতা ।আজই সেঙ্গারকে বহিষ্কার করেছে বিজেপি ।
এক পথ দুর্ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা । সোমবার, ২৯ জুলাই, সেঙ্গারের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে উত্তরপ্রদেশ পুলিশ । গতবছর মৃত্যু হয়েছে নির্যাতিতার বাবার । সেঙ্গারের বিরুদ্ধে বারবার হুমকি দেওয়ার অভিযোগ তুলেছে নির্যাতিতার পরিবার । সেঙ্গার নিয়ে বিজেপিকে আক্রমণ করেছে বিরোধীপক্ষও ।
MLA Kuldeep Singh Sengar (Unnao rape accused) has been expelled from BJP. pic.twitter.com/GTBqkswRR1
— ANI (@ANI) August 1, 2019
ঘটনার তদন্তভার নিয়েছে সিবিআই । আজই উন্নাও মামলা উত্তরপ্রদেশের বাইরে সরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ।অন্যদিকে নির্যাতিতার সুরক্ষার দায়িত্বে থাকা দুই মহিলা পুলিশ কর্মী সহ নিরাপত্তারক্ষীদের বরখাস্ত করেছে রাজ্য সরকার ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kuldeep Sengar, Unnao Rape Case