Indigo Crisis Update: ৫০০ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বিমান ভাড়া ৭৫০০ টাকা! ইন্ডিগো কাণ্ডের জেরে টিকিটের দাম বেঁধে দিল কেন্দ্র
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে অযৌক্তিক ভাবে ভাড়া বৃদ্ধির ঘটনা নজরে আসায় যাত্রীদের স্বার্থেই এই পদক্ষেপ করছে তারা৷
ইন্ডিগো বিভ্রাটের পর বেলাগাম হারে বেড়ে গিয়েছিল বিমান ভাড়া৷ দেশের ভিতরেই ব্যস্ত রুটগুলিতে ইচ্ছে খুশি মতো ভাড়া নিচ্ছিল বেসরকারি বিমান সংস্থাগুলি৷ যাত্রীদের বিপন্নতার সুযোগ নিয়ে এ ভাবে বেলাগাম ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আগেই সতর্ক করেছিল কেন্দ্রীয় সরকার৷ তাতেও কাজ না হওয়ায় এবার দূরত্ব অনুযায়ী বিমান ভাড়ার সর্বোচ্চ সীমা বেঁধে দিল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক৷
বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে অযৌক্তিক ভাবে ভাড়া বৃদ্ধির ঘটনা নজরে আসায় যাত্রীদের স্বার্থেই এই পদক্ষেপ করছে তারা৷ কেন্দ্রীয় সরকার যে বিমান ভাডা় বেঁধে দিয়েছে, তা দেশের ভিতরে বা অন্তর্দেশীয় যাতায়াতের ক্ষেত্রে বিমানের ইকোনমি ক্লাসের টিকিটের জন্য প্রযোজ্য হবে৷
কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫০০ কিলোমিটার পর্যন্ত যাত্রাপথের জন্য ইকোনমি ক্লাসের অন্তর্দেশীয় বিমান ভাড়া কোনওভাবেই ৭৫০০ টাকার বেশি হওয়া চলবে না৷ ৫০০ থেকে ১০০০ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ ভাড়া হবে ১২০০০ টাকা৷ ১০০০ থেকে ১৫০০ কিলোমিটার যাত্রাপথে সর্বোচ্চ ভাড়া ১৫০০০ টাকার নীচে থাকতে হবে৷ ১৫০০০ কিলোমিটারের উপরে সর্বোচ্চ বিমান ভাডা় হতে পারে ১৮ হাজার টাকা৷
advertisement
advertisement
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই ভাড়ার মধ্যে ইউডিএফ, পিএসএফ এবং অন্যান্য কর ধরা নেই৷ অনলাইন অথবা যে কোনও ধরনের বুকিংয়ের ক্ষেত্রে এই নির্দেশ মানতে হবে৷ যত দিন না পর্যন্ত দেশের ভিতরে বিমান ভাড়া স্থিতীশীল জায়গায় আসছে অথবা নতুন নির্দেশ দেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত ভাড়া নিয়ে কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ মানতে হবে বিমানসংস্থাগুলিকে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 06, 2025 6:13 PM IST









