Union Budget 2019: বাড়ি কিনতে চান ? শীঘ্রই বড় ঘোষণা করতে চলেছে মোদি সরকার
Last Updated:
#নয়াদিল্লি: পয়লা ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে চলেছে মোদি সরকার ৷ সামনেই লোকসভা নির্বাচন ৷ সেই দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবারের বাজেট ৷ সাধারণ মানুষের ভরসা জিততে এবং ক্ষমতায় থাকার জন্য একাধিক বড় ও জনপ্রিয় ঘোষণা করতে পারে মোদি সরকার বলে মনে করা হচ্ছে ৷
সিএনবিসি-র একটি রিপোর্ট অনুযায়ী, এবারের অন্তর্বর্তীকালীন বাজেটে যারা বাড়ি কিনতে চান তাদের জন্য বেশ অনেকটাই ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এর জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার বাজেট প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা রয়েছে ৷ মূলত বাড়ি কেনা, তৈরি করা, সম্প্রসারণ বা সংস্কারের জন্য এই ঋণ প্রদান করা হয়।
advertisement
advertisement
এই যোজনার বাজেট বাড়িয়ে সরকার বেশিরভাগ মানুষকে অ্যাফোর্ডেবল হাউজিং ফান্ড দেওয়ার কাজ করবে ৷ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষদের ভোট জেতার জন্য একাধিক পদক্ষেপ নিয়ে চলেছে মোদি সরকার ৷ PMAY ফান্ড বাড়লে সুদের হারে অনেকটাই ছাড় পাবেন সাধারণ মানুষ ৷
advertisement
এই যোজনার মূল উদ্দেশ্য হচ্ছে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের নিজেদের বাড়ি দেওয়া ৷ এই যোজনায় আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের লোনের সুদে সাবসিডি দেওয়া হয় ৷ পাশাপাশি লোন শোধ করার জন্য ২০ বছরের লম্বা সময় দেওয়া হয়েছে যাতে মানুষের উপরে বাড়তি চাপ না পড়ে ৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরের আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণি ও নিম্ন মধ্যবিত্তদেরও সামিল করা হয়েছে ৷ এই স্কিমে যখন শুরু হয়েছিল তখন হোম লোন ৩-৬ লাখ টাকা পর্যন্ত নেওয়া যায় ৷ যার সুদেও সাবসিডিও দেওয়া হয়৷ কিন্তু পরে এই অ্যামাউন্ট বাড়িয়ে ১৮ লক্ষ করে দেওয়া হয়েছিল ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 09, 2019 3:22 PM IST