বাজেট ২০১৬-১৭ এক নজরে

Last Updated:

বাজেট ২০১৬-১৭ (LIVE)

# দাম বাড়ছে ব্র্যান্ডেড পোষাকের ৷ রেডিমেড জামাকাপড়ের দাম ১ হাজার টাকার বেশি হলে সেস বাড়বে ৷ দাম বাড়ল সোনা ও হীরের গয়নাতেও ৷ গয়নায় বাড়তি এক শতাংশ এক্সাইজ ডিউটি ৷
তামাক জাতীয় দ্রব্যে আবগারি কর বাড়ানো হচ্ছে ৷ দামী হচ্ছে সিগারেট-সহ তামকাজাতীয় পণ্য ৷
# ছোট গাড়িতে ১ শতাংশ সেস, মাঝারি গাড়িতে ২-৪ শতাংশ সেস এবং  ১০ লক্ষের বেশি দামের গাড়িতে ২ শতাংশ সেস ৷ পেট্রল গাড়িতে ১ শতাংশ সেস এবং ডিজেল গাড়িতে অতিরিক্ত ২.৫ শতাংশ সেস বসল ৷
advertisement
advertisement
# আয় বছরে কোটি টাকা হলে ১৫ শতাংশ সারচার্জ দিতে হবে ৷
# যাঁরা নতুন বাড়ি কিনছেন তাঁরা বছরে ৫০ হাজার টাকা পর্যন্ত কর ছাড় পাবে ৷
# আয়করের উর্ধ্বসীমায় কোনও অতিরিক্ত ছাড় দেওয়া হল না ৷ আয় কমিয়ে দেখালে বাড়বে জরিমানার পরিমাণ ৷ নতুন ব্যবসা শুরু করলে ১০০ শতাংশ কর ছাড় ৷ আয় বছরে ৫ লক্ষ টাকার কম হলে তাদের ৩ হাজার টাকা ছাড় ৷ বাড়িভাড়ায় করছাড়ের উর্ধ্বসীমা বছরে ২৪ হাজার থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হল ৷
advertisement
প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে আনা হবে সংস্কার ৷ এফডিআই নীতিতে কৃষি ও খাদ্যপ্রক্রিয়াকরণে গুরুত্ব বাড়বে ৷ ১০০ শতাংশ এফডিআই খাদ্যপ্রক্রিয়াকরণে ৷ রাষ্ট্রায়ত্ব সংস্থায় সরকারি বিনিযোগ বাড়ানো হবে ৷ নতুন প্রকল্প তৈরির উদ্যোগ নেওয়া হবে ৷ এছাড়া রুগ্ন সরকারি সংস্থা বিলগ্নীকরণেও গুরুত্ব দেওয়া হবে ৷
# চলতি সংসদ অধিবেশনেই আধার বিল পেশ ৷  মানব সম্পদ উন্নয়নে বিশেষ টাস্ক ফোর্স গঠন ৷ টাস্ক ফোর্স গঠন বিভিন্ন মন্ত্রকে ৷
advertisement
চিটফান্ডের জুলুম রুখতে আইন ৷ সেবির আইনে বাড়তি জোর ৷ পোস্টঅফিসে দ্রুত ATM ও মাইক্রো ATM চালু করা হচ্ছে ৷ প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য বিমা যোজনায় জোর দেওয়া হয়েছে ৷ এর জন্য বরাদ্দ ৩০ হাজার কোটি টাকা ৷
পরমানুশক্তি উন্নয়নে বরাদ্দ ৩ হাজার কোটি ৷  ব্যাঙ্কিং খাতে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷
advertisement
# বিমানবন্দর উন্নয়নে কেন্দ্র-রাজ্য জোট ৷ ১৬০ টি বিমানবন্দর সংস্কার লক্ষ্য ৷ পরমাণু শক্তি খাতে বরাদ্দ ৩ হাজার কোটি টাকা ৷
# নতুন সরকারি কর্মচারিদের ক্ষেত্রে ৮.৩৩ শতাংশ ইপিএফ-এর টাকা দেবে সরকার ৷ নতুনদের থেকে কোনও ইপিএফ-এর টাকা কাটা হবে না ৷ এই প্রকল্পে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করছে সরকার ৷ ১৫ হাজারের কম যাদের বেতন তাদের জন্যই এই স্কিম প্রযোজ্য ৷ ইপিএফ থেকে সার্ভিস চার্জ তুলে দেওয়া হল ৷
advertisement
Union-Budget-2016-17-pdf-hindi-eng
# রেল ও সড়ক যোজনায় বরাদ্দ ২ লক্ষ ১৮ হাজার কোটি ৷ শুধুমাত্র সড়ক যোজনাতেই ৫৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হল ৷
# ১ লক্ষ টাকার নতুন স্বাস্থ্য বিমা যোজনা ৷ সংখ্যালঘু উন্নয়নে বিশেষ জোর দেওয়া হবে ৷ ১৫০০টি মাল্টি স্কিল ট্রেনিং সেন্টারের জন্য বরাদ্দ ১৭ হাজার কোটি টাকা ৷ উচ্চশিক্ষা প্রকল্পে বরাদ্দ এক হাজার কোটি টাকা ৷
advertisement
স্বচ্ছ ভারত অভিযানে ৯ হাজার কোটি টাকা বরাদ্দ করা হল ৷ ২০১৮, ১ মে-র মধ্যে প্রত্যেক গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে ৷ গ্রামপঞ্চায়েত গুলিকে অর্থ প্রদানে বিশেষ উদ্যোগ ৷ উদ্বোধন করা হবে গ্রাম স্বরাজ অভিযানের ৷ স্বল্প দামে উন্নত মানের ওষুধ মিলবে ৷আধার কার্ডে নতুন আইন ৷ ৩ হাজার স্বল্প মূল্যের ওষুধের দোকান খোলা হবে ৷ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি করা হবে ৷
# দীর্ঘমেয়াদি সেচপ্রকল্পের উপর জোরে ৷ ৯৭ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ প্রকল্প সফল ৷  সেচপ্রকল্পে ৮৬,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে ৷ কৃষকদের অনলাইন শস্য সংগ্রহ পদ্ধতি চালু করা হচ্ছে ৷  জল ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ প্রকল্প তৈরি ৷  MNREGA এর আওতায় এই প্রকল্প ৷
# ন্যাশনাল ডায়ালেসিস পরিষেবা প্রকল্প চালু ৷ সমস্ত জেলা হাসপাতালে চালু হচ্ছে ডায়ালেসিস পরিষেবা ৷ কম খরচে মিলবে ডায়ালেসিস পরিষেবা ৷ ৫০০ কোটি টাকা বরাদ্দ ‘স্ট্যান্ড আপ ইন্ডিয়া’ প্রকল্পে ৷ সর্বশিক্ষা মিশনের মানোন্নয়নের জন্য অতিরিক্ত ৬২টি নবোদয় বিদ্যালয় ৷
# রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযানে ৬৫৫ কোটি বরাদ্দ ৷ স্বামী বিবেকানন্দর বক্তব্যকে তুলে ধরে সামাজিক সংস্কার জেটলির ৷ রান্নার গ্যাস ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত গরীব মা-বোনেরা ৷ গরীব ঘরে এলপিজি সংযোগে ২ হাজার কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে ৷
১ মে ২০১৮ থেকে ১০০ শতাংশ বিদ্যুৎ, ৮৫০০ কোটি টাকা বরাদ্দ ৷ ডেয়ারি শিল্পের উন্নতিতে ৪টি নয়া প্রকল্প ৷ ১০০ দিনের কাজে ৩৮ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ ৷ এটা সবর্কালীন রেকর্ড বরাদ্দ ৷ কৃষক ঋণ মকুবে বরাদ্দ ১৫ হাজার কোটি টাকা ৷
#  জাতীয় খাদ্য সুরক্ষা মিশনে বাড়তি ৫০০ কোটি টাকা বরাদ্দ ৷ অ্যানিম্যাল হেল্থ কার্ড চালু করার প্রস্তাব ৷ প্রাণীসম্পদ বিকাশে ৮৫০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে ৷গ্রামীণ উন্নয়নে ২২৮ শতাংশ বাড়তি বরাদ্দ ৷ পঞ্চায়েত প্রতি ৮০ লক্ষ টাকা করে বাড়তি বরাদ্দ করা হবে ৷ দীনদয়াল অন্ত্যোদয় মিশনের অন্তর্ভূক্ত করে গ্রামোন্নয়ন, ফসল বিমা যোজনায় ২৫০০ কোটির পাশাপাশি ডাল উৎপাদন বাড়াতে বরাদ্দ ৫০০ কোটি টাকা ৷
দেশের মাত্র ৪৬ শতাংশ জমি কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত,এই সীমাকে বাড়িয়ে তোলাই লক্ষ্য ৷ দীর্ঘমেয়াদি কৃষি তহবিল তৈরি করা হবে ৷ ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ ভূ-গর্ভস্থ জলসম্পদ উন্নয়নে ৷ কৃষির আধুনিকীকরণে অধিক গুরুত্ব ৷ দেশের আরও বেশি কৃষিজমিকে সেচের আওতায় আনা হবে ৷ জৈব কৃষির জন্য কৃষি বিকাশ যোজনা ৷ জিএসটি ও ব্যাঙ্করাপসি আইন চালুর প্রস্তাব ৷ প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনার সম্প্রসারণে অধিক বরাদ্দ করা হচ্ছে ৷ ১৯ হাজার কোটি টাকা বাড়তি বরাদ্দ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ৷
#  ‘প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনা কৃষকদের আর্থিক নিশ্চয়তা দিয়েছে ৷ বিপিএলভূক্ত পরিবারের এলপিজি প্রাপ্তির ক্ষেত্রে ভর্তুকি সুবিধা কার্যকরী হয়েছে ৷ বিদেশি মুদ্রার ভান্ডার বেড়ে হয়েছে ৩৫০ বিলিয়ন ডলার ৷ আগামী পাঁচ বছরে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য আমাদের ৷ মানুষের ঘাড় থেকে করের বোঝা নামানোই লক্ষ্য ৷
#  দেশের বিকাশ মন্থর হবে না ৷ গ্রামীণ উন্নতি, সামাজিক, অর্থনৈতিক ও ব্যাঙ্কিং বিকাশে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনা কৃষকদের আর্থিক নিশ্চয়তা দিয়েছে: জেটলি 
jaitleybudget-kB5C--621x414@LiveMint
# ‘রাজনৈতিক জটিলতার মধ্যেও আর্থিক সঙ্কট কাটছে ৷ IMF ভারতের প্রশংসা করছে,  বৃদ্ধি পেয়েছে বিদেশি বিনিয়োগ’: জেটলি
#  ‘কমছে মুদ্রাস্ফীতির হার, চলতি আর্থিক বছরে GDP-হার ৭.৬ শতাংশ’, চলতি বছরের শেষে ১৪.৯ শতাংশে পৌঁছবে দেশের GDP: জেটলি
‘আন্তর্জাতিক বাজারে মন্দা অব্যাহত, ভারত তার মধ্যেই এগোচ্ছে, আমরা আর্থিক সঙ্কটের মধ্যেও চ্যালেঞ্জ নিয়েছি:’ জেটলি
# সংসদে বিজেপি সরকারের এটি তৃতীয় বাজেট পেশ
# সংসদে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি, হট্টগোলের মধ্যেই বাজেট পেশ জেটলির
শুরু হল বাজেট অধিবেশন
বাংলা খবর/ খবর/দেশ/
বাজেট ২০১৬-১৭ এক নজরে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement