PM Narendra Modi: প্রধানমন্ত্রীর বাড়ির উপরে হঠাৎ উড়ে এল ড্রোন! ভোরবেলা দিল্লিতে রহস্য, তদন্তে পুলিশ

Last Updated:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ফাইল ছবি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ফাইল ছবি
দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের উপরে সন্দেহভাজন ড্রোন উড়তে দেখা গেল৷ এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ প্রধানমন্ত্রীর বাস ভবন চত্বর নো ফ্লাইং জোন হিসেবে চিহ্নিত৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ৷
জানা গিয়েছে, সোমবার ভোর পাঁচটা নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনের উপরে ড্রোন ওড়ার খবর আসে দিল্লি পুলিশের কাছে৷ প্রধানমন্ত্রীর বাস ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি-র পক্ষ থেকেই দিল্লি পুলিশকে ড্রোন ওড়ার খবর দেওয়া হয়৷ এর পরেই নরেন্দ্র মোদির বাসভবনে ছুটে যায় দিল্লি পুলিশ৷
advertisement
advertisement
দিল্লি পুলিশের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্রধানমন্ত্রীর বাস ভবনের উপরে নো ফ্লাইং জোনে একটি ড্রোন ওড়ার খবর পাই আমরা৷ এসপিজি ভোর সাড়ে পাঁচটার সময় এই খবর দেয়৷ তদন্ত চলছে৷’
পুলিশের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, খবর পাওয়ার পরই প্রধানমন্ত্রীর বাস ভবনের আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হয়৷ কিন্তু ড্রোন জাতীয় কিছু পাওয়া যায়নি৷ দিল্লি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গেও যোগাযোগ করা হয়৷ কিন্তু তারাও প্রধানমন্ত্রীর বাড়ির কাছাকাছি চত্বরে কোনও উড়ন্ত বস্তু চিহ্নিত করতে পারেনি৷
advertisement
নয়াদিল্লির ৭ নম্বর লোকমার্গে প্রধানমন্ত্রীর বাস ভবন৷ প্রধানমন্ত্রীর এই বাসভবনের নাম পঞ্চবটী৷ যদিও সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ৷
বাংলা খবর/ খবর/দেশ/
PM Narendra Modi: প্রধানমন্ত্রীর বাড়ির উপরে হঠাৎ উড়ে এল ড্রোন! ভোরবেলা দিল্লিতে রহস্য, তদন্তে পুলিশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement