দেশের প্রতি কর্তব্যে অটল মোদি, নতুন ভারত গড়ার ক্ষেত্রে এই নীতিগুলিই তাঁর মূলমন্ত্র

Last Updated:

করোনা পরিস্থিতিতে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের জনপ্রিয়তা কমেছে। সেখানে ভারতের প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা উত্তরোত্তর বেড়েছে! বিরোধীদের খোঁচা সত্ত্বেও নিজের কর্তব্য অবিচল তিনি।

প্রায় ৮ বছর ধরে প্রধানমন্ত্রী পদের দায়িত্ব সামলাচ্ছেন। তার আগে অবশ্য ১৩ বছর গুজরাতের মুখ্যমন্ত্রী পদের দায়িত্বও সামলেছেন। তাতেও নরেন্দ্র মোদির (PM Narendra Modi) জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি! এমনকী করোনা পরিস্থিতিতে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের জনপ্রিয়তা কমেছে। সেখানে ভারতের প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা উত্তরোত্তর বেড়েছে! বিরোধীদের খোঁচা সত্ত্বেও নিজের কর্তব্য অবিচল তিনি। মোদির জন্মদিনে (PM Modi Birthday) ফিরে দেখা যাক, দেশের ও দেশবাসীর প্রতি কতটা কর্তব্যপরায়ণ তিনি (Kartavya Path)। যা তাঁকে অন্যান্য প্রধানমন্ত্রীর থেকে আলাদা করে।
সুস্থ ভারত:
সুস্থ ভারত গড়ার লক্ষ্যে সব সময়ই অনড় মোদি। এর অন্যতম বড় উদাহরণ হল - কোভিড পরিস্থিতির চ্যালেঞ্জের সামনে রুখে দাঁড়ানো। চাপের মুখে নতিস্বীকার না-করে তিনি স্বাস্থ্য ক্ষেত্র এবং পরিকাঠামোয় বেশ কিছু পরিবর্তন আনেন। ২০১৪ সালে মোদির ক্ষমতায় আসার আগে গোটা দেশে মোট ৭টি এইমস ছিল। ২০২৪ সালের মধ্যে সেই সংখ্যাই বেড়ে দাঁড়াবে ২৫। যেমন- আগে দেশ জুড়ে ৪০০টি মেডিকেল কলেজ ছিল। প্রধানমন্ত্রীর আট বছরের শাসনকালে আরও ২০০টি মেডিকেল কলেজ অনুমোদিত হয়েছে। এ-ছাড়া সস্তায় ক্যানসারের চিকিৎসা থেকে শুরু করে সকলের জন্য স্বাস্থ্য বিমা, এমনকী অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য ‘মিশন ইন্দ্রধনুশ যোজনার’ও সূচনা করেছেন মোদি।
advertisement
advertisement
শক্তিশালী পরিবহণ পরিকাঠামো:
ভারতের মতো দেশে পরিবহণ পরিকাঠামো শক্তিশালী করার বিষয়ে আরও জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই তিনি নতুন এক্সপ্রেসওয়ে তৈরির বিভিন্ন পরিকল্পনাকেই অগ্রাধিকার দিচ্ছেন। দেশের প্রতিটি রাস্তা তৈরি এবং সময় তা শেষ করার উপর নজর রাখছে প্রধানমন্ত্রীর দফতর। মোদীর উন্নয়ন কর্মসূচির মধ্যে অন্যতম হল: লজিস্টিকস পার্কের নেটওয়ার্ক, ইস্ট-ওয়েস্ট পেরিফেরাল এক্সপ্রেসওয়ে, শতাধিক রেলওয়ে সেতু নির্মাণ, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত হাইওয়ে, দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ে (কাজ শেষ), দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে (দ্রুত গতিতে কাজ চলছে), দিল্লি-দেহরাদুন এক্সপ্রেসওয়ে (কাজ চলছে), দিল্লি-অমৃতসর এক্সপ্রেসওয়ে, দিল্লি-চণ্ডীগড় এক্সপ্রেসওয়ে, দিল্লি-জয়পুর এক্সপ্রেসওয়ে, গঙ্গা এক্সপ্রেসওয়ে (কাজ চলছে), চার ধাম অল ওয়েদার রোড (দ্রুত গতিতে কাজ চলছে), অটল টানেল (খোলা হয়েছে)।
advertisement
শক্তিশালী অর্থনীতি:
পরিসংখ্যান বলছে, মোদির শাসনকালে অর্থনীতির নিরিখে ভারত পিছনে ফেলে দিয়েছে ব্রিটেনকেও। বর্তমানে ভারত বিশ্বের মধ্যে পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশের শিরোপা লাভ করেছে। আসলে সব রকম উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি ভারতকে স্টার্ট-আপ কেন্দ্র বানানোর জন্য সর্বদা দু’পা এগিয়েই থাকেন মোদি।
আন্তর্জাতিক স্তরে শ্রেষ্ঠত্বের আসন লাভ করছে ভারত:
advertisement
ভারতের অনুকূলে সবথেকে ভাল বিষয় হল মোদির বিদেশ নীতির প্রভাব। যা স্পষ্ট ভাবে প্রকাশ পাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে এবং বজায় রাখতে সদাই সচেষ্ট মোদি। যদিও বিরোধীরা এই নিয়ে বরাবরই বাঁকা মন্তব্য করে থাকে। তবে এখন মোদির কঠোর পরিশ্রমের ফল সমস্ত ভারতবাসীই দেখতে পাচ্ছেন।
মোদির বিরোধিতা করুন, কিন্তু দেশের নয়:
advertisement
প্রধানমন্ত্রী হামেশাই বিরোধীদের উদ্দেশে বলেন, “আমার বিরোধিতা করুন। কিন্তু দেশের বিরোধিতা করার বিষয়ে সতর্ক থাকুন।” সমালোচকদের মতে, মুক্ত ভারতে মোদির মতো সুবক্তা আর বোধহয় কেউই নেই। তিনি ভালই জানেন কোন কাজ কীভাবে করতে হবে। ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’, ‘স্বচ্ছ ভারত’ কর্মসূচি, ‘হর-ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে দেশের মানুষকে যোগ দেওয়ার আর্জি জানিয়েছিলেন তিনি। আর এগুলোর সাফল্যের কথা আলাদা করে বলার দরকার পড়ে না! কারণ এর সাফল্যের প্রমাণ আমাদের সামনেই রয়েছে।
advertisement
অন্যান্য প্রধানমন্ত্রীর তুলনায় আলাদা:
আমলাতন্ত্রের উপর মোদির সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাঁকে ভিড়ের মধ্যে আলাদা করে দেয়। আসলে কোনও কাজে বাধা পড়লে কিংবা সিদ্ধান্তে দেরি হলে রাজনৈতিক নেতারা সাধারণত তার দায় আমলাতন্ত্রের উপরই চাপিয়ে দেয়। অথচ মোদির হাতেও রয়েছে সেই একই আমলাতন্ত্র। যা বর্তমানে দ্বিগুণ গতিতে কাজ করছে।
Keywords: PM Modi Birthday, PM Narendra Modi, Kartavya Path, New India
advertisement
Original link: https://www.news18.com/news/india/modi72-unflinching-on-kartavya-path-pm-modi-perseveres-to-carve-a-new-india-with-focus-on-5-principles-5975959.html
Written by: Upasana
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দেশের প্রতি কর্তব্যে অটল মোদি, নতুন ভারত গড়ার ক্ষেত্রে এই নীতিগুলিই তাঁর মূলমন্ত্র
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement