Umar Khalid: অবশেষে উমর খালিদকে অন্তর্বর্তী জামিন দিল আদালত, বোনের বিয়েতে যোগ দিতে একাধিক শর্তে ২ সপ্তাহ 'মুক্তি'!

Last Updated:

Umar Khalid: দিল্লি অশান্তি-কাণ্ডে ধৃত উমর খালিদের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করল আদালত। তবে মাত্র দু'সপ্তাহের জন্য শর্তাধীন জামিন পেয়েছেন উমর।

উমর খালিদ (ফাইল ছবি)
উমর খালিদ (ফাইল ছবি)
নয়াদিল্লি: দিল্লি অশান্তি-কাণ্ডে ধৃত উমর খালিদের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করল আদালত। তবে মাত্র দু’সপ্তাহের জন্য শর্তাধীন জামিন পেয়েছেন তিনি। বোনের বিয়েতে যোগ দেওয়ার জন্য জামিনের আবেদন জানিয়েছিলেন উমর। সেই আবেদনই বৃহস্পতিবার মঞ্জুর করল কোর্ট।
চলতি মাসের শেষেই রয়েছে উমর খালিদের বোনের বিয়ে। সেই বিয়েতে যোগ দেওয়ার জন্য কয়েকদিন আগেই কারকারডুমা আদালতে জামিনের আবেদন করেছিলেন উমর। আদালত এদিন ১৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। রয়েছে ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডও।
আরও পড়ুন: শূন্যপদ ১৩৪২১, আবেদন জমা পড়ল ৬০০০০! প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ কোথায়-কবে? বড় খবর
বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন UAPA-অধীনে মামলায় শুনানির জন্য বিশেষ আদালতে এই মামলাটি ওঠে। সেখানেই দু’পক্ষের যুক্তি শোনার পর দুই সপ্তাহের জন্য জামিনের আবেদন মঞ্জুর করে আদালত।
advertisement
advertisement
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ঘাপটি মেরে বসে, কোনও লাইক নয়-কোনও কমেন্ট নয়! এমন ‘নীরব স্ক্রোলারদের’ চারিত্রিক বৈশিষ্ট চমকে দেবে
২০২০ সালের দিল্লি অশান্তির মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। উমর খালিদ-সহ শার্জিল ইমাম, মীরান হায়দর, গুলফিশা ফতিমা এবং অন্যদের জামিনের বিরোধিতায় ১৭৭ পাতার হলফনামা জমা করেছে দিল্লি পুলিশ। তাদের দাবি, দিল্লির বুকে এমনি এমনি অশান্তি বাঁধেনি। বরং পরিকল্পিত ভাবে হিংসা ঘটানো হয়েছিল, যাতে ভারতের অভ্যন্তরীণ সম্প্রীতি এবং আন্তর্জাতিক অবস্থানকে নড়বড়ে করে দেওয়া যায়। সাম্প্রদায়িকতা নির্ভর গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন উমর-সহ বাকি অভিযুক্তরা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Umar Khalid: অবশেষে উমর খালিদকে অন্তর্বর্তী জামিন দিল আদালত, বোনের বিয়েতে যোগ দিতে একাধিক শর্তে ২ সপ্তাহ 'মুক্তি'!
Next Article
advertisement
'এই বাংলার দত্তক সন্তান হতে চাই...', রাজ্যের ভোটার হতে চেয়ে আবেদন সিভি আনন্দ বোসের
'এই বাংলার দত্তক সন্তান হতে চাই...', রাজ্যের ভোটার হতে চেয়ে আবেদন সিভি আনন্দ বোসের
  • বাংলার ভোটার হতে চেয়ে আবেদন করলেন সিভি আনন্দ বোস। তাঁর কথায়," এই বাংলার দত্তক সন্তান হতে চাই। রবীন্দ্রনাথ যে হাওয়ায় নিঃশ্বাস নিয়েছিলেন। সেই বাংলায় আমি ভোটার হতে চাই। আমার পদবি 'বোস'। নেতাজি সুভাষ চন্দ্র ও বোস, আমি মানসিক, সাংস্কৃতিক ভাবে বাংলার সঙ্গে যুক্ত থাকতে চাই

VIEW MORE
advertisement
advertisement