Ukraine Medical Students From India: ইউক্রেন ফেরত পড়ুয়াদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার দাবি! যন্তরমন্তরে ধর্ণা-বিক্ষোভ

Last Updated:

Ukraine Medical Students From India: রাজধানী দিল্লির বুকে বিক্ষোভ শুরু করলেন ইউক্রেন ফেরৎ ভারতীয় পড়ুয়ারা। আজ নয়াদিল্লির যন্তর মন্তর চত্বরে বিক্ষোভ দেখান তাঁরা। ১৮  টি রাজ্যের ৫০০ জন পড়ুয়া এবং অভিভাবক অংশ নেন এই বিক্ষোভে।

ইউক্রেন ফেরত পড়ুয়াদের বিক্ষোভ
ইউক্রেন ফেরত পড়ুয়াদের বিক্ষোভ
#নয়াদিল্লি :  এবার কেন্দ্রীয় সরকারের উপরে চাপ বাড়াতে রাজধানী দিল্লির বুকে বিক্ষোভ শুরু করলেন ইউক্রেন ফেরৎ ভারতীয় পড়ুয়ারা। আজ নয়াদিল্লির যন্তর মন্তর চত্বরে বিক্ষোভ দেখান তাঁরা। ১৮টি রাজ্যের ৫০০ জন পড়ুয়া এবং তাদের অভিভাবক অংশ নেন এই বিক্ষোভে (Ukraine Medical Students From India)।
অভিভাবকদের দাবি, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাধ্য হয়ে নিজেদের পড়াশোনা শেষ না করেই দেশে ফিরেছেন ভারতীয় পড়ুয়ারা। এই অবস্থায় পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত (Ukraine Medical Students From India)। ইউক্রেনে মেডিকেল পড়তে যাওয়া ভারতীয় পড়ুয়াদের অভিভাবকদের সংগঠনের তরফে দাবি করা হয়েছে এই অবস্থায় পড়ুয়াদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এগিয়ে আসতে হবে কেন্দ্রীয় সরকারকেই।
advertisement
advertisement
এক অভিভাবক হরিশ কুমার সংবাদমাধ্যমে বলেছেন  "পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে আমরা চিন্তাভাবনা করার দাবি জানাচ্ছি।" তিনি আরও বলেন, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ, ওড়িশা, মহারাষ্ট্র এবং তেলেঙ্গানা সে রাজ্যে ফেরা পড়ুয়াদের নিজেদের রাজ্যেই পড়াশোনার ব্যবস্থা করার কথা বলেছে।
ইউক্রেন ফেরত পড়ুয়াদের বিক্ষোভ ইউক্রেন ফেরত পড়ুয়াদের বিক্ষোভ
advertisement
গত এপ্রিলে শেষ হওয়া বাজেট অধিবেশনে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় জানতে চান সেখান থেকে ফেরা ভারতীয় পড়ুয়াদের(Ukraine Medical Students From India) ভবিষ্যত কী? তিনি বলেন, "যে রাজ্য থেকে আমি এসেছি সেখানকার ৩৫০ জনের বেশি পড়ুয়া ইউক্রেন থেকে ফিরেছেন। মুখ্যমন্ত্রী তাঁদের নিয়ে কয়েকটি প্রস্তাব দিয়েছেন। সেই পড়ুয়াদের রাজ্যে পড়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, ইউক্রেন থেকে ফেরা পড়ুয়াদের হাঙ্গেরিতে পাঠানো হবে।"
advertisement
নির্দিষ্টভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিদেশমন্ত্রীর থেকে জানতে চান ইউক্রেন ফেরা পড়ুয়াদের ভবিষ্যত কী? তাঁর দাবি, নির্দিষ্ট সময়ের মধ্যে জানানো হোক, কতদিনের মধ্যে পড়ুয়াদের অন্য জায়গায় পড়ার ব্যবস্থা করা হবে। একই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে শিবসেনাও। যদিও সেসব প্রশ্নের কোন জবাব দিতে পারেনি কেন্দ্রীয় সরকার।
advertisement
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান,  হাঙ্গেরি প্রথম ভারতীয় পড়ুয়াদের (Ukraine Medical Students From India) নিয়ে প্রস্তাব দিয়েছে। অন্যান্য প্রতিবেশী দেশগুলির সঙ্গেও আলোচনা চলছে বলে জানান এস জয়শঙ্কর। ভারতীয় পড়ুয়াদের নিয়ে কেন কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি এবং পদক্ষেপ করতে দেরি করল, সে প্রশ্নের জবাবে বিদেশমন্ত্রী বলেন, ইউক্রেন সরকার ইঙ্গিত দিয়েছিল যে, এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। সেই কারণে সেদেশ থেকে ফেরার ব্যাপারে দ্বিধায় পড়েছিলেন ভারতীয় পড়ুয়ারা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ukraine Medical Students From India: ইউক্রেন ফেরত পড়ুয়াদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার দাবি! যন্তরমন্তরে ধর্ণা-বিক্ষোভ
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement