Ripun Bora Joins TMC: সুস্মিতা দেবের পর আরও এক সৈনিক! অভিষেকের হাত ধরে তৃণমূলে কংগ্রেসের রিপূণ বোরা

Last Updated:

Ripun Bora Joins TMC: রবিবার কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) চিঠি পাঠিয়ে দল ছাড়েন রিপূণ বোরা। বিকেলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যোগ দেন তৃণমূলে।

#গুয়াহাটি: উত্তর-পূর্ব ভারতে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) শক্তি বৃদ্ধি করবে এবার আরও একজোড়া হাত। ইতিমধ্যেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিয়ে সংগঠনে নিজের জায়গা মজবুত করে দৃষ্টান্ত গড়েছেন সুস্মিতা দেব (Susmita Deb)। এবার কংগ্রেস থেকে ঘাসফুল শিবিরে এলেন আরও এক গুরুত্বপূর্ণ নেতা (Ripun Bora Joins TMC)। রবিবার বিকেলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে তৃণমূলে যোগ দিলেন রিপুণ বোরা (Ripun Bora)।
অসম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ছাড়াও পঞ্চায়েত সহ একাধিক দফতরের দায়িত্বপ্রাপ্ত এই নেতা দক্ষ সংগঠক হিসাবে পরিচিত ছিলেন বরাবরই (Ripun Bora Joins TMC)। এহেন রিপুণ বোরার তৃণমূলে যোগদান যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সে কথা বলাই বাহুল্য।
 অসম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রিপূণ বোরা তৃণমূলে অসম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রিপূণ বোরা তৃণমূলে
advertisement
advertisement
উত্তর পূর্ব ভারতে অসম, ত্রিপুরা, মেঘালয়ের মতো রাজ্যে সংগঠন বিস্তার করছে তৃণমূল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন তিনি মেঘালয় সফরে যাচ্ছেন আগামী ৩ ও ৪ মে। এছাড়া ত্রিপুরা ও অসম যাবেন তিনি। তাঁর সফরের আগেই কংগ্রেস শিবিরে ফের ভাঙন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন রিপুণ বোরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন রিপুণ বোরা
advertisement
রিপুণ বোরার সঙ্গে কংগ্রেসের (Assam Congress) দূরত্ব তৈরি হয়েছিল আগেই। তাঁর অভিযোগ ছিল সংগঠন বা নির্বাচনী লড়াইয়ে মন নেই কংগ্রেসের। এদিন দুপুরেই তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করেন। এবার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে (TMC)। তার আগেই অবশ্য এদিন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) চিঠি পাঠিয়ে দল ছাড়েন রিপূণ বোরা (Ripun Bora Joins TMC)। চিঠিতে তিনি লেখেন, "বিজেপির বিরুদ্ধে লড়াই করার পরিবর্তে, অসম কংগ্রেসের সিনিয়র পদের নেতাদের একটি অংশ বিজেপি সরকারের সঙ্গে, প্রধানত মুখ্যমন্ত্রীর সঙ্গে গোপন বোঝাপড়া বজায় রেখেছে।"
advertisement
দলীয় সূত্রে খবর সুস্মিতা দেবের পাশাপাশি রিপুণ বোরাকেও উত্তর পূর্ব ভারতে কাজে লাগাবে তৃণমূল কংগ্রেস। রবিবার বিকেলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে তৃণমূলে যোগ দেন রিপুণ বোরা। উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং সুস্মিতা দেব।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ripun Bora Joins TMC: সুস্মিতা দেবের পর আরও এক সৈনিক! অভিষেকের হাত ধরে তৃণমূলে কংগ্রেসের রিপূণ বোরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement