শিক্ষক নিয়োগে কমতে চলেছে ST, SC ও OBC -এর সংরক্ষিত আসন

Last Updated:

শিক্ষক নিয়োগে কমতে চলেছে ST, SC ও OBC -এর সংরক্ষিত আসন

 #নয়াদিল্লি: কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নয়া নীতি গ্রহণ করতে চলেছে UGC ৷ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের এই নয়া নীতির জন্য কোপ পড়তে চলেছে ST, SC ও OBC-দের জন্য সংরক্ষিত আসনে ৷ নয়া নীতি লাগু হলে কমে যাবে তপশিলী জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণীভুক্তদের জন্য সংরক্ষিত আসন ৷
শিক্ষক নিয়োগে এবার বদলাচ্ছে আসন অনুপাত ৷ এলাহাবাদ হাইকোর্টের একটি রায়কে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে পদ্ধতিতে পরিবর্তন আনছে UGC ৷ এবার থেকে সংরক্ষিত আসনে বিভাগীয় শূন্য পদ বা প্রয়োজনীয়তার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ করা হবে ৷ অর্থাৎ কোন বিষয়ে কত শূন্যপদ তার উপরেই ভিত্তি করে সুযোগ পাবেন সংরক্ষিত শ্রেণীভুক্ত চাকরি প্রার্থীরা ৷ এর ফলে কমতে পারে মোট সংরক্ষিত আসন সংখ্যা ৷
advertisement
ugc ugc
advertisement
এতদিন ধরে বিভিন্ন বিষয় মিলিয়ে মোট শূন্য পদের উপর সংরক্ষিত থাকত আসন ৷ এলাহাবাদ হাইকোর্টের একটি রায়ের প্রভাবে বদলে যাচ্ছে এই নিয়ম ৷ শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলায় আদালত রায় দেয় যে এবার থেকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মোট আসনের পরিবর্তে বিভাগীয় শূন্যপদের ভিত্তিতে তপশিলী জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণীভুক্তদের জন্য আসন সংরক্ষিত করা হবে ৷
advertisement
আদালত শুনানি চলাকালীন বলে মোট শূন্য পদের ভিত্তিতে সংরক্ষিত আসন নির্ধারণ করা হলে কোনও কোনও বিভাগে সমস্ত আসনেই সংরক্ষিত প্রার্থীরা চাকরি পেতে পারেন, আবার কোনও বিভাগে সমস্ত আসনেই সাধারণ প্রার্থীদের নিয়োগ করা হতে পারে ৷ এই বৈষম্য বন্ধ করতে এবং প্রতিটি বিভাগে সাধারণ ও সংরক্ষিত আসনের অনুপাতে সামঞ্জস্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত ৷
advertisement
এলাহাবাদ হাইকোর্টের এই রায়ের পরেই শিক্ষক নিয়োগের নয়া পদ্ধতি স্থির করতে চলেছে UGC ৷ এছাড়া নিয়োগ সংক্রান্ত এরকম আর বেশ কিছু মামলার রায়কেও খুঁটিয়ে দেখছে ইউজিসি-এর স্ট্যান্ডিং কমিটি ৷ কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের চুড়ান্ত সবুজ সিগন্যাল মেলার পরই লাগু হবে এই নয়া নিয়ম ৷ সব মিলিয়ে শীঘ্রই নয়া পদ্ধতিতে শিক্ষক নিয়োগ করতে চলেছে UGC ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শিক্ষক নিয়োগে কমতে চলেছে ST, SC ও OBC -এর সংরক্ষিত আসন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement