ইম্ফল বিমানবন্দরের আকাশে ইউএফও? পিছু নিল জোড়া রাফাল, জোর চাঞ্চল্য
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ওই রাফাল বিমানটিতে ইউএফও-কে চিহ্নিত করার জন্য সেন্সর সহ অত্যাধুনিক সরঞ্জামও তৈরি রাখা হয়েছিল৷
মণিপুর: ইম্ফল বিমানবন্দরের কাছে কি সত্যিই আকাশে কোনও ইউএফও দেখা গিয়েছে? তা খুঁজতে এবার জোড়া রাফালকে কাজে লাগালো ভারতীয় বায়ুসেনা৷
গতকাল দুপুর আড়াইটে নাগাদ ইম্ফল বিমানবন্দরের আকাশে একটি ইউএফও দেখা যায়৷ যে কারণে বেশ কয়েকটি বাণিজ্যিক বিমানের ওঠানামা ব্যাহত হয়৷
প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ইম্ফল বিমানবন্দরের আকাশে ওই ইউএফও দেখার খবর পাওয়া মাত্রই নিকটবর্তী বায়ুসেনা ছাউনি থেকে একটি রাফালকে আকাশে ওড়ানো হয় ওই ইউএফও-কে খুঁজে বের করার উদ্দেশ্যে৷
advertisement
advertisement
আরও পড়ুন: রেশন দুর্নীতিতে ইডির তোলপাড় দাবি! ‘বাকিবুর ইন্ডাস্ট্রির’ কোটি কোটি টাকা লেনদেনের প্রমাণ ফাঁস?
পরে অবশ্য জানানো হয়, ওই রাফাল বিমানটিতে ইউএফও-কে চিহ্নিত করার জন্য সেন্সর সহ অত্যাধুনিক সরঞ্জামও তৈরি রাখা হয়েছিল৷ যে এলাকায় ইউএফও-টি দেখা যায়, তার আশেপাশে অত্যন্ত কম উচ্চতায় রাফালটি জেট বিমানটিকে ওড়ানো হয়৷ তাতেও অবশ্য ইউএফও-র খোঁজ মেলেনি৷
advertisement
প্রথম রাফালটি ফিরে আসার পর আরও একটি রাফাল জেটকে ফের ইউএফও-র খোঁজে পাঠানো হয়৷ তাতেও অবশ্য কাজের কাজ হয়নি৷ তবে এতেই হাল না ছেড়ে ইউএফও-টিকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট এজেন্সিগুলি৷ শুধু তাই নয়, ইম্ফল বিমানবন্দরে বিমান ওঠানামায় সবুজ সঙ্কেত মেলার পর শিলংয়ে অবস্থিত বায়ুসেনার ইস্টার্ন কম্যান্ডের সদর দফতর থেকেও ইউএফও-কে খুজে বের করতে এয়ার ডিফেন্স রেসপন্স মেকানিজমকে সক্রিয় রাখা হয়েছে৷ যদিও এ বিষয়ে বিশদে কিছু জানায়নি বায়ুসেনা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 20, 2023 2:11 PM IST