আস্থা ভোটে জয়ী উদ্ধব ঠাকরে, পক্ষে ১৬৯ ভোট, ওয়াক আউট বিজেপির
Last Updated:
১৪৫-এর ম্যাজিক ফিগার পেরিয়ে ১৬৯ টি ভোট পায় মহা বিকাশ আগাড়ি। বিজেপি ওয়াকআউট করায় বিপক্ষের ভোট ছিল শূন্য।
#মুম্বই: মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোট জিতলেন উদ্ধব ঠাকরে। ১৪৫-এর ম্যাজিক ফিগার পেরিয়ে ১৬৯ টি ভোট পায় মহা বিকাশ আগাড়ি। বিজেপি ওয়াকআউট করায় বিপক্ষের ভোট ছিল শূন্য। এদিন প্রোটেম স্পিকার ছিলেন দিলীপ ওয়ালসি পাতিল। কংগ্রেস, এনসিপি, শিবসেনার ১৫৪ জন বিধায়কের মধ্যে প্রোটেম স্পিকার ছাড়া ছিলেন ১৫৩ জন। বাকি ১৬ জন বিধায়কের সমর্থন পায় জোট। আস্থা ভোট শুরুর আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ আস্থা ভোটের পদ্ধতিকে অসাংবিধানিক আখ্যা দিয়ে ওয়াকআউট করেন। রাজ্যপালের কাছেও অভিযোগ জানাবে বিজেপি। আস্থা ভোটে জয়ের পর স্পিকার পদে জয় নিয়ে নিশ্চিত মহা বিকাশ আগাড়ি।
দীর্ঘ টানাপোড়েন, পট-পরিবর্তনের পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন উদ্ধব বাল ঠাকরে। উদ্ধবের সঙ্গেই শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট থেকে আরও ৬ বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নেন। তবে তাদের মধ্যে ছিলেন না অজিত পওয়ার। কংগ্রেস থেকে নিতিন রাউত, বালাসাহেব থোরাট, এনসিপি থেকে ছগন ভুজবল, জয়ন্ত পাটিল এবং শিবসেনা থেকে একনাথ শিন্ডে, সুভাষ রাজারাম দেশাই শপথ নেন ৷
advertisement
শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পরই উদ্ধবের নেতৃত্বে বৈঠকে বসেছে নতুন মন্ত্রিসভা। সোনিয়া - রাহুলকে শপথগ্রহণ অনুষ্ঠানে থাকার আমন্ত্রণ জানাতে বুধবার রাতে ১০ নম্বর জনপথে গিয়েছিলেন উদ্ধব পুত্র আদিত্য। দুজনই যে শপথগ্রহণে থাকবেন, তা আগেই স্পষ্ট হয়েছিল। কংগ্রেস শীর্ষ নেতৃত্বের তরফে ছিলেন কপিল সিব্বল, আহমেদ পটেল। খুড়তুতো দাদার শপথ গ্রহণে যোগ দিতে এসে পৌঁছন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরেও। এসেছিলেন দেবেন্দ্র ফডণবীসও।
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 30, 2019 7:10 PM IST