Uber Ride: 'উবার' বুক করে বিপাকে যুবক, বিল এল ৭.৬৬ কোটি
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
৬২ টাকার 'উবার রাইড' বুক করেছিলেন যুবক, কিন্তু গন্তব্যের শেষে তাঁকে দেখানো হল, তাঁর বিল উঠেছে ৭.৬৬ কোটি
নয়ডা: নিত্যদিনের অফিস জাতায়াত হোক কি অন্য কোন-ও কাজ, অনেকেই ‘উবার রাইড’ বুক করে থাকেন। একবার ভেবে দেখুন তো, আচমকাই যদি একদিন দেখেন, আপনার ‘উবার রাইড’-এর বিল এসেছে কয়েক কোটি টাকা? নাহ! গল্পকথা নয়! বাস্তবে ঠিক এমনটাই ঘটেছে। সম্প্রতি এক ‘উবার’ ব্যবহারকারীর বিল এল ৭.৬৬ কোটি টাকা!
তবে গোড়া থেকেই বলা যাক! জানা যায়, ‘উবার ইন্ডিয়া’ অ্যাপে দীপক টেঙ্গুরিয়া নামে নয়ডার এক ব্যক্তি একটি ‘অটো রাইড’ বুক করেন। তাঁকে অ্যাপে দেখায়, তাঁর বিল হয়েছে ৬২ টাকা। কিন্তু যখন গন্তব্যে পৌঁছলেন, তখন তো দীপকের চোখ কপালে ওঠা দশা! পা কাঁপছে, মাথায় বিন্দুবিন্দু ঘাম! এ কী দেখাচ্ছে অ্যাপ-এ? গন্তব্যে পৌঁছনোর পর দীপকের বিলের অঙ্ক দেখায় ৭.৬৬ কোটি টাকা।
advertisement
গোটা ঘটনার ভিডিও এক্স হ্যান্ডেলে শেয়ার করেন দীপকের এক বন্ধু আকাশ মিশ্র। ভিডিওতে দেখা যায়, দীপকের ট্রিপের খরচ বাবদ উঠেছে ১,৬৭,৭৪,৬৪৭ কোটি, ও অপেক্ষা করানোর জন্য তাঁকে মাশুল গুনতে হবে ৫,৭৭,০৯১৮৯ কোটি।
advertisement
सुबह-सुबह @Uber_India ने @TenguriyaDeepak को इतना अमीर बना दिया कि Uber की फ्रैंचाइजी लेने की सोच रहा है अगला. मस्त बात है कि अभी ट्रिप कैंसल भी नहीं हुई है. 62 रुपये में ऑटो बुक करके तुरंत बनें करोडपति कर्ज़दार. pic.twitter.com/UgbHVcg60t
— Ashish Mishra (@ktakshish) March 29, 2024
advertisement
আকাশের পোস্টটি নিমেষে ভাইরাল হয়। নেটিজেনরাও এই ঘটনা দেখে আকাশ থেকে পড়েন। নড়েচড়ে বসে ‘উবার’ কর্তৃপক্ষ-ও। কিছুক্ষণের মধ্যেই ‘উবার ইন্ডিয়া’-র গ্রাহক পরিষেবার তরফ থেকে ক্ষমা চেয়ে নেওয়া হয় এবং জানানো হয়, তারা বিষয়টি খতিয়ে দেখছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 31, 2024 5:33 PM IST