দু'বছর আগেও দুর্ঘটনার মুখে পড়ে অভিশপ্ত এই চার্টাড বিমান! সেই তদন্তের রিপোর্ট পেশ হয়নি আজও! অজিত মৃত্যুর পর ফের উঠছে প্রশ্ন
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
দু বছর আগে মুম্বই এয়ারপোর্টেই ক্র্যাশ ল্যান্ডিং করেছিল ভিএসআর লিয়ারজেট বিমান। এই ঘটনার তদন্ত শুরু করেছিল অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা এআইবি। কিন্তু, এই তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট এখনও জমা দেয়নি ওই সংস্থা
মুম্বই: দু বছর আগে মুম্বই এয়ারপোর্টেই ক্র্যাশ ল্যান্ডিং করেছিল ভিএসআর লিয়ারজেট বিমান। এই ঘটনার তদন্ত শুরু করেছিল অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা এআইবি। কিন্তু, এই তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট এখনও জমা দেয়নি ওই সংস্থা। এই দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হয়েছিল গত ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে। সেই রিপোর্টে উল্লেখিত ছিল, ফ্লাইট রেকর্ডারের তথ্য বা ডেটা ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে। এবং তা শীঘ্রই ডিজিসিএ বা ফ্লাইট নিয়ামক সংস্থার ল্যাবরেটরিতে পাঠানো হবে।
প্রসঙ্গত, লিয়ারজেটের এই বিমানটিই বুধবার দুর্ঘটনার মুখে পড়ে। এই দুর্ঘটনার ফলে মৃত্যু হয় মহারাষ্ট্রের উপমুখমন্ত্রী অজিত পওয়ারের। আর এরপর থেকেই শিরোনামে উঠে এসেছে এই বিমানটি। যে দুর্ঘটনায় পড়লেও কেন এই বিমানটির বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করল না কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন সংস্থা।
বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পওয়ারের। বারামতীর টেবিলটপ রানওয়েতে অবতরণের সময় দুর্ঘটনার মুখে পড়ে অজিত পওয়ারের চার্টাড বিমান। দলীয় নির্বাচনের জন্য মুম্বই থেকে বারামতী যাচ্ছিলেন তিনি। আর সেই রানওয়েতে নামার সময়েই মুহূর্তেই ঘটে যায় দুর্ঘটনা। আগুন লেগে যায় গোটা বিমানে। আর সেই দুর্ঘটনার ফুটেজ সামনে এসেছে। পথের ধারের একটি সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে অজিত পওয়ারের বিমানটি অবতরণের সময় হঠাৎ নীচের দিকে নামতে শুরু করে। দ্রুত নামার পরে মুহূর্তেই তা মাটিতে আছড়ে পড়ে। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিমান থেকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। গোটা এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায়।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 28, 2026 8:14 PM IST









