গোমাংস রাখার অভিযোগে দুই মহিলাকে বেধড়ক মার উন্মত্ত জনতার

Last Updated:

গোমাংস রাখার অভিযোগে দুই মহিলাকে প্রকাশে বেধড়ক মারধর করল একদল জনতা ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মন্ডসৌর এলাকায় ৷

#মন্ডসৌর: গোমাংস রাখার অভিযোগে দুই মুসলিম মহিলাকে প্রকাশে বেধড়ক মারধর করল একদল জনতা ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মন্ডসৌর এলাকায় ৷ সেখানে উপস্থিত এক ব্যক্তি মহিলাকে বাঁচানোর কোনও চেষ্টা না করে বরং দুই মহিলাকে নির্মম ভাবে মারধর করার ভিডিও ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিলেন ৷ ভিডিওটিতে দেখা যাচ্ছে, ঘটনাস্থলে উপস্থিত থাকলেও পুলিশ ছিল নীরব ৷
জানা গিয়েছে, রেলওয়ে স্টেশনে পুলিশ দুই মহিলাকে আটক করার জন্য উপস্থিত ছিল ৷ তাদের কাছে গোপনসূত্রে খবর ছিল যে দু’জন মহিলার কাছে অনেকটা পরিমাণ গোমাংস রয়েছে ৷ তারা সেটি বিক্রি করতে যাচ্ছে ৷ পুলিশ তাদের আটক করার পর উন্মত্ত জনতা তাদের দু’জনকে চড়, ঘুষি মারতে শুরু করে ৷ ভিডিওতে উন্মত্ত জনতাকে  ‘গো মাতা কি জয়’ স্লোগান বলতে শোনা যায় ৷ প্রায় আধ ঘণ্টা ধরে দু’জনকে মারধর করা হয় ৷ এরপর পুলিশ তাদের উদ্ধার করে সেখান থেকে নিয়ে যায় ৷
advertisement
পুলিশ সূত্রে খবর, এই দুই মহিলার কাছ থেকে প্রায় ৩০ কেজি মাংস উদ্ধার করা হয়েছে ৷ এরপর ওই মাংস পরীক্ষার জন্য পাঠানো হল ডাক্তার জানান মাংসটি গোরুর নয় মোষের মাংস ৷ তবে অভিযুক্ত মহিলাদের কাছে মাংস বিক্রি করার অনুমতি না থাকায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷
advertisement
তবে আক্রমণকারী ও ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা গিয়েছে ৷
advertisement
রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ভুপেন্দ্র সিংহ জানিয়েছেন, ‘কোন ক্ষেত্রেই কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না ৷ ঘটনার তদন্ত করা হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে ৷ ’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গোমাংস রাখার অভিযোগে দুই মহিলাকে বেধড়ক মার উন্মত্ত জনতার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement