রাতের অন্ধকার নামতেই আচমকা পুলিশি অভিযান; এরপর যা হল… শিউরে উঠছেন এলাকার বাসিন্দারা !

Last Updated:

আসলে সন্ধ্যা নামতে না নামতেই আলোয় ভরে উঠতে থাকে এই বাড়িটি। আর রাত যত গভীর হয়, এই বাড়িটিতে ততই বাড়তে থাকে মানুষের আনাগোনা।

রাতের অন্ধকার নামতেই আচমকা পুলিশি অভিযান; এরপর যা হল… শিউরে উঠছেন এলাকার বাসিন্দারা !
রাতের অন্ধকার নামতেই আচমকা পুলিশি অভিযান; এরপর যা হল… শিউরে উঠছেন এলাকার বাসিন্দারা !
নয়াদিল্লি: খোদ রাজধানীর বুকে চাঞ্চল্যকর ঘটনা। আউটার দিল্লির পশ্চিম বিহার এলাকায় একটি বাড়ির দরজায় ধাক্কা দেয় পুলিশ। আর দরজা খুলতেই রীতিমতো হতচকিত হয়ে যান তাঁরা। সঙ্গে সঙ্গে ২ মহিলা-সহ প্রায় ৪৫ জনকে গ্রেফতার করা হয়। আর পুলিশের এহেন তৎপরতা দেখে তাজ্জব বনে যান এলাকার বাসিন্দারা। সকলের মনেই ঘুরপাক খেতে থাকে একটা প্রশ্ন। কী এমন ঘটল যে, এত রাতে পুলিশ এত জন মানুষকে গ্রেফতার করল?
আসলে সন্ধ্যা নামতে না নামতেই আলোয় ভরে উঠতে থাকে এই বাড়িটি। আর রাত যত গভীর হয়, এই বাড়িটিতে ততই বাড়তে থাকে মানুষের আনাগোনা। আর মানুষের ভিড় বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে অন্দর থেকে আসতে শুরু করে অদ্ভুত আওয়াজ। এমতাবস্থায় বাড়িটির আশপাশের মানুষই পুলিশের কাছে খবর দেন। আর খবর পেয়েই তড়িঘড়ি গভীর রাতেই ওই বাড়িতে পৌঁছে যায় পুলিশ। আর দরজা খুলতেই তো চক্ষু চড়কগাছ। দেখা যায়, ভিতরে চলছে জুয়া খেলা। এরপর সঙ্গে সঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ জন মহিলা-সহ মোট ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
advertisement
আউটার দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ জিমি চিরাম বলেন যে, স্থানীয় পুলিশ শুক্রবার রাতে মুলতান নগরের একটি বাড়িতে জুয়া চক্র চালানোর খবর পেয়েছিল। এরপরেই তৎপর হয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। চিরাম আরও বলেন, ‘ইনস্পেক্টর পবন কুমার এবং সাব ইনস্পেক্টর চন্দন পাসোয়ানের নেতৃত্বে একটি দল গঠন করা হয়েছিল। তাঁরা ওই বাড়িটিতে অভিযান চালিয়ে দুই মহিলা-সহ ৪৫ জনকে গ্রেফতার করেছে।’
advertisement
পুলিশ জানায়, ওই অভিযান চালিয়ে নগদ ৯,৫৩,৪৯৫ টাকা, ১৮ তাসের প্যাকেট, ১৬টি পাশা, শক্ত প্লাস্টিকের ২৫টি আয়তাকার টোকেন এবং ৯৬টি রাউন্ড টোকেন উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি এ-ও জানানো হয়েছে যে, অভিযুক্তের বিরুদ্ধে পশ্চিম বিহার থানায় দিল্লি পাবলিক জুয়া আইনের প্রাসঙ্গিক ধারা এবং ভারতীয় দণ্ডবিধির ১৮৬ ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে।
বাংলা খবর/ খবর/দেশ/
রাতের অন্ধকার নামতেই আচমকা পুলিশি অভিযান; এরপর যা হল… শিউরে উঠছেন এলাকার বাসিন্দারা !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement