শীর্ষ আদালতের রায়ের পর প্রথমবার, সবরীমালায় প্রবেশ দু'জন ৫০ অনূর্ধ্ব মহিলার
Last Updated:
#কোচি: ২৮ সেপ্টেম্বর সবরীমালায় ১০-৫০ বছর বয়সী মহিলাদের ঢোকার উপর নিষেধাজ্ঞা খারিজ করে যুগান্তকারী রায় দিয়েছিল শীর্ষ আদালত কিন্তু তারপরেও বদলায়নি পরিস্থিতি । মহিলাদের প্রবেশ নিয়ে একের পর এক বাধা সৃষ্টি হয়েছে মন্দিরে । এবার সুপ্রিম কোর্টের রায়ের পর প্রথম মন্দিরে প্রবেশ করলেন দুই মহিলা ।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভোর ৩.৪৫ নাগাদ মন্দিরে প্রবেশ করেন বিন্দু ও কনকদুর্গা নামক দুই মহিলা । দুজনের বয়সই ৫০ এর কম। মন্দিরে ঢুকে গর্ভগৃহে পুজোও দিয়েছেন বলে দাবি। মন্দিরে ঢোকার ডিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন দুজনে। ভিডিওতে মহিলাদের সঙ্গে দেখা গিয়েছে বেশ কয়েকজন পুলিশকর্মীকেও।
#WATCH Two women devotees Bindu and Kanakdurga entered & offered prayers at Kerala's #SabarimalaTemple at 3.45am today pic.twitter.com/hXDWcUTVXA
— ANI (@ANI) January 2, 2019
advertisement
advertisement
যদিও, আয়াপ্পা ধর্ম সেনা নেতা রাহুল এশওয়ার জানিয়েছেন ওই দুই মহিলার দাবি সম্ভবত সত্যি নয় । ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হবে, জানিয়েছেন এশওয়ার ।
প্রসঙ্গত, ১০-৫০ বছর বয়সী মহিলাদের শবরীমালা মন্দিরে প্রবেশের উপর কঠোর নিষেধাজ্ঞা ছিল। সুপ্রিম কোর্টের রায়ের পরেও কেরল জুড়ে একাধিকবার প্রতিবাদে সামিল হয়েছিলেন যাজকরা। কংগ্রেস চালিত ইউডিএফ ও বিজেপিও যাজকদের সমর্থন জানিয়েছে।
Location :
First Published :
January 02, 2019 9:41 AM IST