হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠল দাঁড়িয়ে থাকা সুইফট গাড়ি! জীবন্ত দগ্ধ ২
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ঘটনার খবর পেয়েই আগুন নেভাতে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন৷ যদিও দমকলকর্মীরা আগুন নেভানোর আগেই গাড়িটি সম্পূর্ণ ভষ্মীভূত হয়৷
নয়ডা: দাঁড়িয়ে থাকা সুইফট গাড়িতে আগুন লেগে মৃত্যু হল দু জনের৷ শনিবার সকালে এমনই ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল উত্তর প্রদেশের নয়ডা৷ দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ভোর সাড়ে ছ টা নাগাদ এই ঘটনা ঘটেছে নয়ডার সেক্টর ১১৯-এ৷
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গাড়িটি আম্রপালি প্লাটিনাম নামে একটি আবাসনের বাইরের রাস্তায় দাঁড়িয়ে ছিল সাদা রংয়ের এই সুইফট গাড়িটি৷ ঘটনার খবর পেয়েই আগুন নেভাতে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন৷ যদিও দমকলকর্মীরা আগুন নেভানোর আগেই গাড়িটি সম্পূর্ণ ভষ্মীভূত হয়৷
advertisement
advertisement
2 dead after fire engulfs a car in Noida’s Sector 119 area. The incident happened at Amrapali Platinum residential society. #Noida #Fire #Video pic.twitter.com/iB8aKalRSB
— Vani Mehrotra (@vani_mehrotra) November 25, 2023
#WATCH | Noida, UP: Two people died in a car that caught fire in the Sector 119 area. pic.twitter.com/vysjX9Cbkq
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) November 25, 2023
advertisement
আগুন নেভানোর পরই গাড়ির ভিতর থেকে দুই পুরুষ আরোহীর দগ্ধ দেহ উদ্ধার হয়৷ গাড়িটিতে গাজিয়াবাদের রেজিস্ট্রেশন নম্বর ছিল৷ যদিও মৃত দু জনের পরিচয় এখনও পাওয়া যায়নি৷ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ভোর ৬.০৮ মিনিটে গাড়িকে ঘটনাস্থলে দেখা যায়৷ ৬.১১ মিনিটে আচমকাই নিজে থেকে গাড়িটিতে আগুন লেগে যায়৷ সেই সময় গাড়ির আশেপাশেও কাউকে দেখা যায়নি৷ মৃতদের পরিচয় জানার চেষ্টার পাশাপাশি কীভাবে গাড়িতে আগুন লাগল তার কারণ খতিয়ে দেখছে পুলিশ৷ ঘটনাস্থলে গিয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 25, 2023 5:13 PM IST