কাশ্মীরে খতম আরও দুই জঙ্গি, চলতি বছরেই এখনও পর্যন্ত নিকেশ ৬০

Last Updated:

পুলওয়ামার দঙ্গেরপুর এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর ছিল পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর কাছে৷

#কাশ্মীর: গোটা দেশের মতো লকডাউনে কাশ্মীরেও জনজীবন স্তব্ধ৷ কিন্তু তাতে কাশ্মীরে জঙ্গি হানায় বিরাম নেই৷ এ দিনও দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে লুকিয়ে থাকা জঙ্গিদের তুমুল গুলির লড়াই শুরু হয়৷ ইতিমধ্যেই দুই জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা৷
পুলওয়ামার দঙ্গেরপুর এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর ছিল পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর কাছে৷ এই খবর পেয়ে গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা৷ তখনই তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷ নিরাপত্তাবাহিনীর পাল্টা জবাবে দুই জঙ্গির মৃত্যু হয়৷ আর কোনও জঙ্গি ওই এলাকায় লুকিয়ে আছে কি না, তা জানতে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী৷
advertisement
advertisement
সরকারি হিসেব অনুযায়ী, চলতি বছরে কাশ্মীর উপত্যকায় এখনও পর্যন্ত নিরাপত্তাবাহিনীর হাতে ৬০ জন জঙ্গির মৃত্যু হয়েছে৷ তার মধ্যে শুধুমাত্র এপ্রিল মাসেই ২৮জন জঙ্গি নিহত হয়৷ গত বছর কাশ্মীর উপত্যকায় মোট ১৫২ জন জঙ্গিকে নিকেশ করেছিলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কাশ্মীরে খতম আরও দুই জঙ্গি, চলতি বছরেই এখনও পর্যন্ত নিকেশ ৬০
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement