কাশ্মীরে খতম আরও দুই জঙ্গি, চলতি বছরেই এখনও পর্যন্ত নিকেশ ৬০

Last Updated:

পুলওয়ামার দঙ্গেরপুর এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর ছিল পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর কাছে৷

#কাশ্মীর: গোটা দেশের মতো লকডাউনে কাশ্মীরেও জনজীবন স্তব্ধ৷ কিন্তু তাতে কাশ্মীরে জঙ্গি হানায় বিরাম নেই৷ এ দিনও দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে লুকিয়ে থাকা জঙ্গিদের তুমুল গুলির লড়াই শুরু হয়৷ ইতিমধ্যেই দুই জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা৷
পুলওয়ামার দঙ্গেরপুর এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর ছিল পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর কাছে৷ এই খবর পেয়ে গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা৷ তখনই তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷ নিরাপত্তাবাহিনীর পাল্টা জবাবে দুই জঙ্গির মৃত্যু হয়৷ আর কোনও জঙ্গি ওই এলাকায় লুকিয়ে আছে কি না, তা জানতে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী৷
advertisement
advertisement
সরকারি হিসেব অনুযায়ী, চলতি বছরে কাশ্মীর উপত্যকায় এখনও পর্যন্ত নিরাপত্তাবাহিনীর হাতে ৬০ জন জঙ্গির মৃত্যু হয়েছে৷ তার মধ্যে শুধুমাত্র এপ্রিল মাসেই ২৮জন জঙ্গি নিহত হয়৷ গত বছর কাশ্মীর উপত্যকায় মোট ১৫২ জন জঙ্গিকে নিকেশ করেছিলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কাশ্মীরে খতম আরও দুই জঙ্গি, চলতি বছরেই এখনও পর্যন্ত নিকেশ ৬০
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement