#জম্মু: কাশ্মীরের বন্দিপোরায় সেনা-জঙ্গি সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই জঙ্গির ৷ মঙ্গলবার সকালে নিরাপত্তারক্ষীর গুলিতে খতম হয়েছে দুই জঙ্গি ৷ এদিন সকালে যৌথ ওই এলাকা ঘিরে যৌথ অভিযান চালায় সেনা ও পুলিশ।বন্দিপোরার ওই এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে জঙ্গিরা বলে গোপন সূত্রে খবর পেয়েছিল সেনা ৷ এরপর গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে পুলিশ ৷ সেনা ও পুলিশকে দেখে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে জঙ্গিরা ৷ পাল্টা জবাবে গুলি চালায় নিরাপত্তারক্ষীরা ৷ পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, দু’তরফের মধ্য গুলি বর্ষণের জেরে মৃত্যু হয় দুই জঙ্গির ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bandipora encounter, Bengali News, Encounter in kashmir, ETV News Bangla, Kashmir Encounter, Terrorist killed in kashmir, Two Militants Killed in Encounter