প্রেমের সম্পর্কে আপত্তি, বোনের গলায় গামছার ফাঁস দিয়ে খালে ফেলে দিল দুই দাদা

Last Updated:

দুই যুবকের কথাবার্তায় পুলিশকর্মীদের সন্দেহ হয়৷ দুই যুবককে চেপে ধরতেই পুলিশের সামনে সত্যিটা স্বীকার করে নেয় তারা৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
গাজিয়াবাদ: অন্য সম্প্রদায়ের যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বোন৷ সেই রাগে বোনকে গলায় ফাঁস দিয়ে খুন করে খালের জলে ফেলে দিল দুই দাদা৷ এমনই নৃশংস ঘটনা ঘটল উত্তর প্রদেশের গাজিয়াবাদে৷
এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পুলিশের একটি নজরদারি দলের তৎপরতাতেই এই ঘটনার কথা জানা যায়৷ শনিবার বিকেলে গাজিয়াবাদের মুরাদনগর এলাকায় টহল দিচ্ছিল পুলিশের একটি দল৷ তখনই দুই যুবককে দেখে জিজ্ঞাসাবাদ শুরু করে তারা৷ কোথা থেকে দু জন আসছে, তা জানতে চান পুলিশকর্মীরা৷
advertisement
advertisement
কিন্তু দুই যুবকের কথাবার্তায় পুলিশকর্মীদের সন্দেহ হয়৷ দুই যুবককে চেপে ধরতেই পুলিশের সামনে সত্যিটা স্বীকার করে নেয় তারা৷ অভিযুক্তরা জানায়, নিজেদের বোনের গলায় গামছার ফাঁস দিয়ে খুন করে খালে ফেলে দিয়েছে তারা৷
সঙ্গে সঙ্গেই ওই তরুণীর দেহ উদ্ধার করতে তৎপর হয় পুলিশ৷ খালের জলে ডুবুরি এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাশি শুরু করে৷ অভিযুক্ত দুই যুবককেও হেফাজতে নিয়ে আরও জেরা শুরু হয়৷
advertisement
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, দুই অভিযুক্তের নাম সুফিয়ান এবং মেহতাব৷ ধৃতরা জানায়, তাঁদের বোন শিবা দিল্লিতে নিজের আত্মীয়দের সঙ্গে থাকতেন৷ সুফিয়ান উত্তরাখণ্ডের রুরকির বাসিন্দা৷ আর তার খুড়তুতো ভাই মেহতাব মুজফফরনগরে থাকে৷ সম্প্রতি নিজেদের বোন শিবার সঙ্গে অন্য সম্প্রদায়ের যুবকের সম্পর্কের কথা জানতে পারে তারা৷
এই সম্পর্ক মেনে নিতে পারেন সুফিয়ান এবং মেহতাব৷ এর পরেই নিজেদের বোনকে খুনের পরিকল্পনা করে তারা৷ শিবা নামে ওই যুবতীকে প্রথমে গাজিয়াবাদের ওই খালের কাছে নিয়ে যায় তারা৷ এর পরেই তাঁকে খুন করে খালে ফেলে দেওয়া হয়৷ ওই তরুণীর পোশাক, চটি এবং গামছা খালের জল থেকে উদ্ধার করা সম্ভব হলেও তরুণীর দেহ মেলেনি বলেই খবর৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রেমের সম্পর্কে আপত্তি, বোনের গলায় গামছার ফাঁস দিয়ে খালে ফেলে দিল দুই দাদা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement