Chiranjeet Chakraborty: 'কারও ঐশ্বর্যকে বিয়ে করার ইচ্ছে থাকতেই পারে!' চিরঞ্জিতের নিশানায় দলের কোন বিধায়ক?

Last Updated:

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার তৃণমূলের উত্তর চব্বিশ পরগণা জেলার নতুন কোর কমিটির বৈঠকে৷

চিরঞ্জিতের নিশানায় দলেরই বিধায়ক৷
চিরঞ্জিতের নিশানায় দলেরই বিধায়ক৷
বারাসত: দলের বিধায়কককেই তীব্র কটাক্ষ করলেন বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী৷ তৃণমূলের তারকা বিধায়কের নিশানায় উত্তর চব্বিশ পরগণা জেলারই অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী৷ এই ঘটনায় প্রকাশ্যে চলে এসেছে উত্তর চব্বিশ পরগণার শাসক দলের গোষ্ঠী কোন্দল৷ যদিও চিরঞ্জিতের কটাক্ষের পরিপ্রেক্ষিতে কোনও মন্তব্য করতে চাননি অশোকনগররে বিধায়ক এবং উত্তর চব্বিশ পরগণার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী৷
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার তৃণমূলের উত্তর চব্বিশ পরগণা জেলার নতুন কোর কমিটির বৈঠকে৷ সূত্রের খবর, ওই বৈঠক চলাকালীন নারায়ণ গোস্বামী মন্তব্য করেন, বারাসতের বিধায়ককে তো দেখাই যায় না৷ এবার সেই মন্তব্যেরই জবাব দিয়েছেন বারাসতের তৃণমূল বিধায়ক৷
advertisement
advertisement
অশোকনগরের তৃণমূল বিধায়কের নাম না করেই চিরঞ্জিৎ বলেন, ‘সে অশোকনগর নিয়ে যত না ব্যস্ত, তার থেকে বারাসত নিয়ে বেশি ব্যস্ত৷ শুনেছিলাম গতবারই আমার জায়গায় বারাসতে দাঁড়ানোর চেষ্টা করেছিল৷ কিন্তু মমতা আমাকে টিকিট দিয়ে দিয়েছিল বলে দাঁড়াতে পারেনি৷’
এখানেই না থেমে চিরঞ্জিৎ আরও বলেন, ‘আমার মনে হয় কারও অ্যাম্বিশন থাকতে পারে ঐশ্বর্যকে বিয়ে করবে, গাছে উঠবে, পাহাড়ে উঠবে৷ সেই অ্যাম্বিশন থাকতেই পারে৷’
advertisement
যদিও চিরঞ্জিতের এই কটাক্ষের জবাব দিতে চাননি অশোকনগরের তৃণমূল বিধায়ক৷ নারায়ণ গোস্বামীর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া কমিটির বৈঠক ছিল৷ সেখানে দলের উচ্চতর নেতৃত্ব, ‘জেলার বিধায়করা হাজির ছিলেন৷ চিরঞ্জিৎ চক্রবর্তী স্বক্ষেত্রে স্বনামধন্য, প্রতিষ্ঠিত৷ কিছু বলার থাকলে পরের বৈঠকেই বলব৷’
তবে এই ঘটনায় স্বভাবতই উত্তর চব্বিশ পরগণা জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এসেছে৷ শাসক দলকে কটাক্ষ করে বিজেপি নেতাদের দাবি, পরবর্তী নির্বাচনেও এর ফল টের পাবে তৃণমূল নেতৃত্ব৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chiranjeet Chakraborty: 'কারও ঐশ্বর্যকে বিয়ে করার ইচ্ছে থাকতেই পারে!' চিরঞ্জিতের নিশানায় দলের কোন বিধায়ক?
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement