Chiranjeet Chakraborty: 'কারও ঐশ্বর্যকে বিয়ে করার ইচ্ছে থাকতেই পারে!' চিরঞ্জিতের নিশানায় দলের কোন বিধায়ক?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার তৃণমূলের উত্তর চব্বিশ পরগণা জেলার নতুন কোর কমিটির বৈঠকে৷
বারাসত: দলের বিধায়কককেই তীব্র কটাক্ষ করলেন বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী৷ তৃণমূলের তারকা বিধায়কের নিশানায় উত্তর চব্বিশ পরগণা জেলারই অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী৷ এই ঘটনায় প্রকাশ্যে চলে এসেছে উত্তর চব্বিশ পরগণার শাসক দলের গোষ্ঠী কোন্দল৷ যদিও চিরঞ্জিতের কটাক্ষের পরিপ্রেক্ষিতে কোনও মন্তব্য করতে চাননি অশোকনগররে বিধায়ক এবং উত্তর চব্বিশ পরগণার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী৷
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার তৃণমূলের উত্তর চব্বিশ পরগণা জেলার নতুন কোর কমিটির বৈঠকে৷ সূত্রের খবর, ওই বৈঠক চলাকালীন নারায়ণ গোস্বামী মন্তব্য করেন, বারাসতের বিধায়ককে তো দেখাই যায় না৷ এবার সেই মন্তব্যেরই জবাব দিয়েছেন বারাসতের তৃণমূল বিধায়ক৷
advertisement
advertisement
অশোকনগরের তৃণমূল বিধায়কের নাম না করেই চিরঞ্জিৎ বলেন, ‘সে অশোকনগর নিয়ে যত না ব্যস্ত, তার থেকে বারাসত নিয়ে বেশি ব্যস্ত৷ শুনেছিলাম গতবারই আমার জায়গায় বারাসতে দাঁড়ানোর চেষ্টা করেছিল৷ কিন্তু মমতা আমাকে টিকিট দিয়ে দিয়েছিল বলে দাঁড়াতে পারেনি৷’
এখানেই না থেমে চিরঞ্জিৎ আরও বলেন, ‘আমার মনে হয় কারও অ্যাম্বিশন থাকতে পারে ঐশ্বর্যকে বিয়ে করবে, গাছে উঠবে, পাহাড়ে উঠবে৷ সেই অ্যাম্বিশন থাকতেই পারে৷’
advertisement
যদিও চিরঞ্জিতের এই কটাক্ষের জবাব দিতে চাননি অশোকনগরের তৃণমূল বিধায়ক৷ নারায়ণ গোস্বামীর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া কমিটির বৈঠক ছিল৷ সেখানে দলের উচ্চতর নেতৃত্ব, ‘জেলার বিধায়করা হাজির ছিলেন৷ চিরঞ্জিৎ চক্রবর্তী স্বক্ষেত্রে স্বনামধন্য, প্রতিষ্ঠিত৷ কিছু বলার থাকলে পরের বৈঠকেই বলব৷’
তবে এই ঘটনায় স্বভাবতই উত্তর চব্বিশ পরগণা জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এসেছে৷ শাসক দলকে কটাক্ষ করে বিজেপি নেতাদের দাবি, পরবর্তী নির্বাচনেও এর ফল টের পাবে তৃণমূল নেতৃত্ব৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 18, 2023 10:52 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chiranjeet Chakraborty: 'কারও ঐশ্বর্যকে বিয়ে করার ইচ্ছে থাকতেই পারে!' চিরঞ্জিতের নিশানায় দলের কোন বিধায়ক?