ইউরোপের থেকে ভারতের মাত্র ২টি রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেশি

Last Updated:

গত ৩ দিনে মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা ইউরোপের থেকে বেশি ৷

#নয়াদিল্লি: ঝড়ের গতিতে ভারতে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ বর্তমানে প্রতিদিন প্রায় ৫০ হাজার জন করোনায় আক্রান্ত হচ্ছেন ৷ মহারাষ্ট্র, তামিলনাড়ু ও দিল্লির মতো রাজ্যে পরিস্থিতি অন্য রাজ্যের থেকে বেশি ভয়ঙ্কর ৷ এই সমস্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা প্রায় ১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে ৷ অন্যদিকে অবশ্য ঝাড়খণ্ড ও ছত্তীসগড়ের মতো রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজারের কম ৷ দেশের কয়েকটি রাজ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যা বিশ্বের বেশ কয়েকটি দেশের থেকেও বেশি ৷ মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ এই দুই রাজ্যে এখন ইউরোপের থেকে বেশি জন আক্রান্ত হচ্ছেন এই মারণ ভাইরাসে ৷
শুক্রবার ভারতে ৪৮ হাজারের বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন ৷ এই নিয়ে লাগাতার দু’দিন এতজন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ এর সঙ্গে দেশে কোভিড-১৯ এ মোট আক্রান্তের সংখ্যা ১৩.৩৭ লক্ষ ৷ এর মধ্যে ৪.৫৫ লক্ষ অ্যাক্টিভ কেস রয়েছে ৷ প্রায় ৮.৫০ লক্ষ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৷ মৃত্যু হয়েছে প্রায় ৩১৪০০ জনের ৷ কোভিড-১৯ ইন্ডিয়া অনুযায়ী, ভারতে বর্তমান সময়ে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশে ৷ মহারাষ্ট্রে শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছে ৯৬১৫ জন ৷ অন্ধ্রপ্রদেশে ৮১৪৭ ৷ শুক্রবার এই দুই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৭৭৬২ ৷ এই দুই রাজ্যে প্রতিদিন প্রায় ১৬ থেকে ১৭ হাজার জন করোনায় আক্রান্ত হচ্ছেন ৷ যা প্রায় গোটা ইউরোপে আক্রান্তের সংখ্যার কাছাকাছি ৷ ওয়ার্ল্ডওমিটার অনুযায়ী, বুধবার ইউরোপে আক্রান্ত হয়েছে ১৫৬৪০, বৃহস্পতিবার ১৭২৩৩ ও শুক্রবার ১৬১৭৫ জন ৷ গত ৩ দিনে মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা ইউরোপের থেকে বেশি ৷
advertisement
ইউরোপে বুধবার করোনায় মৃত্যু হয়েছে ৩৮৪ জনের, বৃহস্পতিবার ৩৫৭ ও শুক্রবার ৪০৫ জনের ৷ এপ্রিল-মে মাসে ইউরোপে প্রতিদিন মৃত্যু হচ্ছিল প্রায় ১০০০ জনের ৷ তবে আস্তে আস্তে মৃতের সংখ্যার হার কমছে ৷ ভারতে প্রতিদিন প্রায় ৭০০ জনের মৃত্যু হচ্ছে যার মধ্যে অর্ধেক কেবল মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু এই তিন রাজ্যে ৷
advertisement
advertisement
ইউরোপে এপ্রিল-মে মাসে অত্যন্ত সঙ্কটজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ৷ এর জেরে এখনও পর্যন্ত প্রায় ২ লক্ষ জনের মৃত্যু হয়েছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ইউরোপের থেকে ভারতের মাত্র ২টি রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেশি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement