ইউরোপের থেকে ভারতের মাত্র ২টি রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেশি

Last Updated:

গত ৩ দিনে মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা ইউরোপের থেকে বেশি ৷

#নয়াদিল্লি: ঝড়ের গতিতে ভারতে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ বর্তমানে প্রতিদিন প্রায় ৫০ হাজার জন করোনায় আক্রান্ত হচ্ছেন ৷ মহারাষ্ট্র, তামিলনাড়ু ও দিল্লির মতো রাজ্যে পরিস্থিতি অন্য রাজ্যের থেকে বেশি ভয়ঙ্কর ৷ এই সমস্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা প্রায় ১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে ৷ অন্যদিকে অবশ্য ঝাড়খণ্ড ও ছত্তীসগড়ের মতো রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজারের কম ৷ দেশের কয়েকটি রাজ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যা বিশ্বের বেশ কয়েকটি দেশের থেকেও বেশি ৷ মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ এই দুই রাজ্যে এখন ইউরোপের থেকে বেশি জন আক্রান্ত হচ্ছেন এই মারণ ভাইরাসে ৷
শুক্রবার ভারতে ৪৮ হাজারের বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন ৷ এই নিয়ে লাগাতার দু’দিন এতজন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ এর সঙ্গে দেশে কোভিড-১৯ এ মোট আক্রান্তের সংখ্যা ১৩.৩৭ লক্ষ ৷ এর মধ্যে ৪.৫৫ লক্ষ অ্যাক্টিভ কেস রয়েছে ৷ প্রায় ৮.৫০ লক্ষ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৷ মৃত্যু হয়েছে প্রায় ৩১৪০০ জনের ৷ কোভিড-১৯ ইন্ডিয়া অনুযায়ী, ভারতে বর্তমান সময়ে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশে ৷ মহারাষ্ট্রে শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছে ৯৬১৫ জন ৷ অন্ধ্রপ্রদেশে ৮১৪৭ ৷ শুক্রবার এই দুই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৭৭৬২ ৷ এই দুই রাজ্যে প্রতিদিন প্রায় ১৬ থেকে ১৭ হাজার জন করোনায় আক্রান্ত হচ্ছেন ৷ যা প্রায় গোটা ইউরোপে আক্রান্তের সংখ্যার কাছাকাছি ৷ ওয়ার্ল্ডওমিটার অনুযায়ী, বুধবার ইউরোপে আক্রান্ত হয়েছে ১৫৬৪০, বৃহস্পতিবার ১৭২৩৩ ও শুক্রবার ১৬১৭৫ জন ৷ গত ৩ দিনে মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা ইউরোপের থেকে বেশি ৷
advertisement
ইউরোপে বুধবার করোনায় মৃত্যু হয়েছে ৩৮৪ জনের, বৃহস্পতিবার ৩৫৭ ও শুক্রবার ৪০৫ জনের ৷ এপ্রিল-মে মাসে ইউরোপে প্রতিদিন মৃত্যু হচ্ছিল প্রায় ১০০০ জনের ৷ তবে আস্তে আস্তে মৃতের সংখ্যার হার কমছে ৷ ভারতে প্রতিদিন প্রায় ৭০০ জনের মৃত্যু হচ্ছে যার মধ্যে অর্ধেক কেবল মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু এই তিন রাজ্যে ৷
advertisement
advertisement
ইউরোপে এপ্রিল-মে মাসে অত্যন্ত সঙ্কটজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ৷ এর জেরে এখনও পর্যন্ত প্রায় ২ লক্ষ জনের মৃত্যু হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ইউরোপের থেকে ভারতের মাত্র ২টি রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেশি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement