• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ছত্তিশগড়ে সাতসকালে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত দুই সেনা জওয়ান

ছত্তিশগড়ে সাতসকালে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত দুই সেনা জওয়ান

Picture for Representation. (Image: PTI)

Picture for Representation. (Image: PTI)

সাতসকালে মাওবাদী হামলা ৷ ছত্তিশগড়ের প্রভাতপুরে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত দুই বিএসএফ জওয়ান ৷ আহত ১ জওয়ান ৷

 • Share this:

  #রায়পুর: সাতসকালে মাওবাদী হামলা ৷ ছত্তিশগড়ের প্রভাতপুরে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত দুই বিএসএফ জওয়ান ৷ আহত ১ জওয়ান ৷

  রবিবার সকালে প্রভাতপুরে পার্তাপুরে বিএসএফের সেনা ছাউনিতে হামলা চালায় মাওবাদীরা ৷ বিএসএফের ১১৪তম ব্যাটেলিয়ানের উপর হামলা চালায় মাওবাদীরা ৷ সেই সময়ই মাওবাদী দমন অভিযান চালিয়ে সেনা ছাউনিতে ফিরছিলেন জওয়ানেরা ৷ সেই সময়ই হামলা চালায় মাওবাদীরা ৷ সেনা জওয়ানদের লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুঁড়তে শুরু করে মাওবাদীরা ৷ বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাওবাদীরা ৷

  আরও পড়ুন:  নৃশংস ! দুই মেয়ের সামনে গণধর্ষণ করে মন্দিরের যজ্ঞকুণ্ডে পুড়িয়ে খুন ধর্ষিতাকে

  অন্যদিকে, আকস্মিক হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান দুই জওয়ান ৷ নিহত দু’জনের নাম লোকেন্দর সিং এবং মুকধিয়ার সিং ৷ এরা দু’জনে রাজস্থান এবং পঞ্জাবের বাসিন্দা ৷ অন্য আরও এক জওয়ান গুরুতর আহত অবস্থায় রায়পুরের হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ আহত জওয়ানের নাম সন্দীপ দে ৷

  First published: