Bullet Train: বুলেট ট্রেনের স্বপ্নে বুঁদ দেশ, ওদিকে লাইন পাতার আগেই চুরি গেল নির্মাণ সামগ্রী!

Last Updated:

ঘটনাটি ঘটেছে গুজরাতের নভসারির নাসিলপুর গ্রামে৷ মোট সাড়ে ১২ লক্ষ টাকার নির্মাণ সামগ্রী ওই গ্রাম থেকে চুরি যায়৷

বুলেট ট্রেনের লাইন পাতার আগেই চুরি৷
বুলেট ট্রেনের লাইন পাতার আগেই চুরি৷
#আহমেদাবাদ: বুলেট ট্রেনের চাকা গড়াতে এখনও অনেক দেরিষ মুম্বই- আহমেদাবাদ রুটে ট্রেন চালানোর জন্য কাজ শুরু হয়েছে৷ কিন্তু সেই প্রকল্পের কাজের জন্য মজুত করে রাখা নির্মাণ সামগ্রীই চুরি হয়ে গেল৷ তবে দুই চোরকেই অবশ্য গ্রেফতার করেছে পুলিশ৷
ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত খবর অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গুজরাতের নভসারির নাসিলপুর গ্রামে৷ মোট সাড়ে ১২ লক্ষ টাকার নির্মাণ সামগ্রী ওই গ্রাম থেকে চুরি যায়৷ বুলেট ট্রেন প্রকল্পের নির্মাণকাজের জন্যই ওই নির্মাণ সামগ্রী গ্রামে এনে রাখা হয়েছিল৷
advertisement
advertisement
গত ২৩ মার্চ থেকেই ওই এলাকা থেকে লোহার প্লেট, রড, স্টিলের প্লেট সহ বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী চুরি হচ্ছিল৷ প্রকল্পের কাজে যুক্ত এক শ্রমিক কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে ওই এলাকায় টেম্পো এবং গাড়িতে দেখতে পান৷ ওই প্রকল্প এলাকা থেকে লোহার চ্যানেল এবং টিএমটি রড টেম্পোয় তুলে চুরির চেষ্টা করছিল ওই দুষ্কৃতীরা৷ কিন্তু প্রকল্প এলাকায় থাকা ওই শ্রমিককে দেখতে পেয়েই তারা টেম্পো ফেলে গাড়িতে করে পালায়৷
advertisement
এর পরেই নভসরি গ্রামীণ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়৷ সেই অভিযোগের ভিত্তিতেই মুসা রাওয়াত এবং ইমরান শেখ নামে দুই অভিযুক্তকে চিহ্নিত করা হয়৷ দু' জনেই নাসিলপুর গ্রামের বাসিন্দা৷
নভসরির ডিএসপি এস কে রাই বলেন, 'দু' জন চোরকে গ্রেফতার করা হয়েছে এবং তৃতীয় জনের খোঁজ চলছে৷ চুরি যাওয়া নির্মাণ সামগ্রীও উদ্ধার করা হয়েছে৷' তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, গত ১২ দিনে প্রায় ১২ লক্ষ টাকার নির্মাণ সামগ্রী ওই গ্রাম থেকে চুরি যায়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bullet Train: বুলেট ট্রেনের স্বপ্নে বুঁদ দেশ, ওদিকে লাইন পাতার আগেই চুরি গেল নির্মাণ সামগ্রী!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement