Himachal Pradesh: টানা বৃষ্টিতে হড়পা বান, বিপর্যস্ত হিমাচল! অন্তত ২২ জনের মৃত্যু, ভাঙল রেল সেতু

Last Updated:

প্রবল বৃষ্টির জেরে মানালি- চণ্ডীগড় এবং সিমলা-চণ্ডীগড়ের মধ্যে সংযোগকারী জাতীয় সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে৷

ছামবা জেলায় ধসের জেরে কাদা মাটির মধ্যে আটকে গিয়েছে একটি গাড়ি৷ Photo-PTI
ছামবা জেলায় ধসের জেরে কাদা মাটির মধ্যে আটকে গিয়েছে একটি গাড়ি৷ Photo-PTI
#সিমলা: টানা বৃষ্টিতে হড়পা বান এবং ধসের জেরে বিপর্যয় নামল হিমাচল প্রদেশে৷ ইতিমধ্যেই ২২ জনের মৃত্যুর খবর মিলেছে৷ এর মধ্যে রয়েছে একই পরিবারের আটজন৷ ছ' জন এখনও নিখোঁজ রয়েছেন৷ শুক্রবার থেকে একটানা ভারী বৃষ্টির জেরেই এই বিপর্যয় বলে জানা গিয়েছে৷
হিমাচলের মান্ডি, ছামবা এবং কাংড়া জেলাতেই সবথেকে বেশি ক্ষয়ক্ষতির খবর মিলেছে৷ রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে, সবমিলিয়ে আহতের সংখ্যা দশ৷
advertisement
প্রবল বৃষ্টির জেরে মানালি- চণ্ডীগড় এবং সিমলা-চণ্ডীগড়ের মধ্যে সংযোগকারী জাতীয় সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে৷ রাজ্যে সবমিলিয়ে প্রায় সাড়ে সাতশো রাস্তায় এই দুর্যোগের জেরে যান চলাচল বন্ধ করে দিতে হয়েছে৷
advertisement
advertisement
শুধুমাত্র মান্ডি জেলাতেই হড়পা বান এবং ধসের জেরে ১৩ জনের মৃত্যুর খবর মিলেছে৷ নিখোঁজ হয়ে গিয়েছেন ছ' জন৷ নিখোঁজদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলেই জানিয়েছেন পুলিশ, প্রশাসনের কর্তারা৷
ইতিমধ্যেই রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধারকাজে নামানো হয়েছে৷ নিখোঁজদের খোঁজার পাশাপাশি ধসের জেরে মাটি, বাড়ি, ঘরের নীচে কেউ চাপা পড়ে রয়েছেন কি না, তাও খুঁজে দেখা হচ্ছে৷ হড়পা বানের জেরে কাংড়া জেলায় একটি রেল সেতুর একাংশও ভেঙে পড়েছে৷ মৃতদের প্রতি শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর৷
advertisement
দুর্যোগের মধ্যেই হিমাচল প্রদেশের জন্য খারাপ খবর শুনিয়েছে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান দফতর৷ আগামী ২৪ অগাস্ট পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টি চলার পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Himachal Pradesh: টানা বৃষ্টিতে হড়পা বান, বিপর্যস্ত হিমাচল! অন্তত ২২ জনের মৃত্যু, ভাঙল রেল সেতু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement