Turkey-Syria Earthquake: ভূমিকম্পে 'মৃত্যুপুরী' তুরস্ক! পাশে দাঁড়াল ভারত, বিরাট সাহায্যের ঘোষণা
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Turkey-Syria Earthquake: তুরস্ককে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। পিছিয়ে নেই ভারতও।
নয়া দিল্লি: ভূমিকম্পে কবলিত সিরিয়া এবং তুরস্ক থেকে আসছে একের পর এক দুর্যোগের খবর। মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। এখনও পর্যন্ত পাওয়া খবরে ভূমিকম্পে মৃত্যু হয়েছে ৪,৩০০ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে অনুমান করা হচ্ছে। এই অবস্থায় তুরস্ককে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। পিছিয়ে নেই ভারতও।
ভূমিকম্পের কয়েক ঘণ্টা পরেই যখন একের পর এক আফটারশকে কাঁপছে তুরস্কর বিস্তীর্ণ এলাকা, তখনই জাতীয় বিপর্যয় মোকবিলা দলকে সেখানে পাঠিয়েছে কেন্দ্র। অত্যাধুনিক সরঞ্জাম, ত্রাণ, খাবার, ওষুধ সহ ভারতের এনডিআরএফ-এর বিশেষ দলকে পাঠানো হয়েছে সেখানে। ভূমিকম্পের পরে এখনও উদ্ধারকার্য চলছে। প্রচুর মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজে সহয়তার কাজও এই দলটি করবে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
ভারতীয় বায়ুসেনার C-17 বিমান করে এনডিআরএফ এই দলটিকে পাঠানো হয়েছে। দলে পুরুষ এবং মহিলা উভয় কর্মীদের রাখা হয়েছে। তুরস্কে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে এই দলটি কাজ করবে। সোমবার তুরস্কে ভূমিকম্পের পরেই একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকে ভারতের প্রধানমন্ত্রীর দফতর। সেই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রক, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ, বিদেশ মন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রক-সহ গুরুত্বপূর্ণ দফতরগুলির আধিকারিকরা উপস্থিত ছিলেন।
advertisement
India's Humanitarian Assistance and Disaster Relief (HADR) capabilites in action. The 1st batch of earthquake relief material leaves for Türkiye, along with NDRF Search & Rescue Teams, specially trained dog squads, medical supplies, drilling machines & other necessary equipment. pic.twitter.com/pB3ewcH1Gr
— Arindam Bagchi (@MEAIndia) February 6, 2023
advertisement
সেই বৈঠকে অত্যাধুনিক সরঞ্জাম-সহ এনডিআরএফ-এর একটি দলকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কেন্দ্রের তরফে একটি মেডিক্যাল টিম পাঠানোর প্রস্তূতি শুরু হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত যা খবর, ভূমিকম্পে সিরিয়া এবং তুরস্ক মিলিয়ে অন্তত ৪,৩০০ জনের মৃত্যু হয়েছে।
advertisement
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু-এর তরফ থেকে জানানো হয়েছে এই ভূমিকম্পে অন্তত ২০ হাজার মানুষের মৃত্যু হতে পারে। অর্থাৎ মৃত্যু মিছিল আরও বাড়তে পারে। সবথেকে চিন্তার বিষয় ভূমিকম্পের পরে একের পর এক আফটারশকে কেঁপে উঠছে সিরিয়া এবং তুরস্কের বিস্তীর্ণ এলাকা। তার জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ছে। ভূমিকম্প বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সোমবার ভূমিকম্পের পরে অন্তত ১০০টি আফটারশক এসেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 07, 2023 12:20 PM IST