নোট বাতিলের তীব্র সমালোচনা করে মোদিকে তুঘলকের সঙ্গে তুলনা করলেন যশবন্ত সিনহা

Last Updated:

নোট বাতিলর সমালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুঘলকের সঙ্গে তুলনা করলেন প্রাক্তন অর্থমন্ত্রী ও বিজেপি নেতা যশবন্ত সিনহা ৷

#আমেদাবাদ: নোট বাতিলর সমালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুঘলকের সঙ্গে তুলনা করলেন প্রাক্তন অর্থমন্ত্রী ও বিজেপি নেতা যশবন্ত সিনহা ৷ মোদিকে কটাক্ষ করে তিনি বলেন ৭০০ বছর আগে খামখেয়ালি শাসক মোহাম্মদ বিন তুঘলকও নোট বাতিল করেছিলেন ৷ মোদির নোট বাতিলের সমালোচনা করে সিনহা বলেন দেশের অর্থনীতিকে প্রায় ৩.৭৫ লক্ষ কোটি টাকার খেসারত দিতে হয়েছে ৷ পাশাপাশি বর্তমান অর্থমন্ত্রী অরুণ জেটলিরও সমালোচনা করেছেন অটলবিহারী বাজপেয়ী জমানার অর্থমন্ত্রী যশোবন্ত সিনহা ৷
সিনহা বলেন, ‘আমাদের দেশের অনেক শাহেনশা ছিলেন যারা নিজেদের মুদ্রা নিয়ে এসেছিলেন ৷ তবে পুরনো মুদ্রা বাতিল না করে নতুন মুদ্রা নিয়ে এসেছিলেন তারা ৷ তবে ৭০০ বছর আগে এমন এক শাহেনশা ছিলেন যিনি পুরনো মদ্রা বাতিল করে নতুন মুদ্রা নিয়ে এসেছিলেন ৷ ’
মোদি আজ যা করেছেন ৭০০ বছর আগে তুঘলক তা করেছেন ৷ দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করার পাশাপাশি পুরনো মুদ্রা বাতিল-সহ বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের জন্য সমালোচিত হয়ে থাকেন তুঘলক ৷
advertisement
advertisement
গুজরাটের আমেদাবাদে ‘লোকশাহী বাঁচাও অভিযান’ (গণতন্ত্র বাঁচাও) আন্দোলনকারীদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ সেই অনুষ্ঠানে গিয়েই নোট বাতিল ও জিএসটি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন যশবন্ত সিনহা ৷
বাংলা খবর/ খবর/দেশ/
নোট বাতিলের তীব্র সমালোচনা করে মোদিকে তুঘলকের সঙ্গে তুলনা করলেন যশবন্ত সিনহা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement