Tripura News: আগরতলা-আখাউড়া রেলপথ নিয়ে বৈঠক, অ্যাডভান্সড ওয়েদার রাডার-ও পেতে চলেছে ত্রিপুরা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Tripura to get Advanced Weather Radar: কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিংয়ের সঙ্গে দেখা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। খুব শীঘ্রই ওয়েদার রাডার পেতে চলেছে ত্রিপুরা।
আগরতলা: কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিংয়ের সঙ্গে দেখা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। খুব শীঘ্রই ওয়েদার রাডার পেতে চলেছে ত্রিপুরা। বাঁশ শিল্প, আগরতলা-আখাউড়া রেল সংযোগ নিয়ে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর। সাক্ষাৎকালে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে রাজ্যে আবহাওয়ার উন্নত পূর্বাভাস ব্যবস্থা, প্রশাসনিক বিষয় ও বাঁশ শিল্পের সমৃদ্ধি-সহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
এর পাশাপাশি বৈঠকে আগরতলা-আখাউড়া রেলওয়ে সংযোগ নিয়েও আলোচনা করেন ডাঃ সাহা। উত্তর-পূর্ব ভারত ও বাংলাদেশের মধ্যে সংযোগকে আরও জোরদার করার বিষয়েও গুরুত্ব তুলে ধরেছেন। সেই সঙ্গে গত বছর ত্রিপুরায় অস্বাভাবিক হারে ভারী বৃষ্টিপাতের দরুণ আবহাওয়ার উন্নত পূর্বাভাস ব্যবস্থাপনা এবং দুর্যোগ প্রস্তুতির জন্য প্রযুক্তিগত সহায়তা চেয়েছেন মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং মুখ্যমন্ত্রীকে আশ্বাস দেন যে মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স আগামী এক বছরের মধ্যে রাজ্যে একটি অত্যাধুনিক আবহাওয়া রাডার (অ্যাডভান্সড ওয়েদার রাডার) স্থাপন করবে। যা বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ের জন্য যথাযথ সময়ে আবহাওয়ার পূর্বাভাস দেবে এবং প্রতিকূল আবহাওয়া মোকাবিলায় বিশেষভাবে সহায়তা করবে।
advertisement
বৈঠকে ত্রিপুরা রাজ্যের বাঁশ ক্ষেত্র নিয়েও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়। এবিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সাহাকে জানিয়েছেন যে জৈবপ্রযুক্তি ও বাঁশ ক্ষেত্রে গবেষণার জন্য থাকা আসাম (জোড়হাট) ও মণিপুরের বিশেষ প্রতিষ্ঠানগুলি বাঁশের অর্থনৈতিক সম্ভাবনাকে বৃদ্ধি করতে ত্রিপুরা সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে।
আর এই বৈঠক প্রযুক্তিগত অগ্রগতি, প্রশাসনিক সমন্বয় এবং উন্নত আঞ্চলিক সংযোগের মাধ্যমে ত্রিপুরার বিকাশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের একটি অন্যতম উল্লেখযোগ্য পদক্ষেপ হয়ে থাকবে। প্রসঙ্গত রেল যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধির জন্য অনেক দিন ধরেই আলোচনা চলছে। কিন্তু বাংলাদেশের অস্থির অবস্থার কারণে সেই রেল পথ চালু নিয়ে সমস্যা দেখা গিয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Agartala (incl. Jogendranagar, Pratapgarh, Badharghat),West Tripura,Tripura
First Published :
February 17, 2025 9:27 AM IST