Cyclonic Circulation: নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে রাজ্যে, ঠান্ডা আরও কমবে, শীতের বিদায় এখন সময়ের অপেক্ষা

Last Updated:
Cyclonic Circulation: আজ, সোমবার নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে রাজ্যে। এর ফলে ঠান্ডা আরও কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামিকাল, মঙ্গলবারও রাজ্যে আরও একটু পারদ চড়তে পারে। ফেব্রুয়ারিতেই শীত বিদায় নেবে।
1/6
উত্তরবঙ্গে আজ, সোমবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দার্জিলিঙে। বুধবার থেকে টানা বৃষ্টিপাত দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকায়। দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে বৃষ্টি শুরু কলকাতা-সহ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে আজ, সোমবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দার্জিলিঙে। বুধবার থেকে টানা বৃষ্টিপাত দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকায়।দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে বৃষ্টি শুরু কলকাতা-সহ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
2/6
বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে। বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। আজ, সোমবার দার্জিলিংয়ে ঘন কুয়াশার সতর্কবার্তা।উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা।সোম ও মঙ্গলবার সকালে কুয়াশা, আংশিক মেঘলা আকাশ হলেও পরে মূলত পরিষ্কার আকাশ। বুধবার থেকে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে। বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। আজ, সোমবার দার্জিলিংয়ে ঘন কুয়াশার সতর্কবার্তা।উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা।সোম ও মঙ্গলবার সকালে কুয়াশা, আংশিক মেঘলা আকাশ হলেও পরে মূলত পরিষ্কার আকাশ। বুধবার থেকে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
advertisement
3/6
আজ, সোমবার নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে রাজ্যে। এর ফলে ঠান্ডা আরও কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামিকাল, মঙ্গলবারও রাজ্যে আরও একটু পারদ চড়তে পারে। ফেব্রুয়ারিতেই শীত বিদায় নেবে। এই মুহূর্তে নাগাল্যান্ডের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এ ছাড়া, সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থানে। সেই কারণেই বাংলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে।
আজ, সোমবার নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে রাজ্যে। এর ফলে ঠান্ডা আরও কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামিকাল, মঙ্গলবারও রাজ্যে আরও একটু পারদ চড়তে পারে। ফেব্রুয়ারিতেই শীত বিদায় নেবে। এই মুহূর্তে নাগাল্যান্ডের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এ ছাড়া, সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থানে। সেই কারণেই বাংলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে।
advertisement
4/6
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে জেলায় জেলায়। কলকাতায় পূর্বাভাস মতোই তাপমাত্রা বাড়ল। একরাতে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গেল।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে জেলায় জেলায়। কলকাতায় পূর্বাভাস মতোই তাপমাত্রা বাড়ল। একরাতে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গেল।
advertisement
5/6
সকাল এবং সন্ধ্যায় মনোরম পরিবেশ। বেলায় উষ্ণতার ছোঁয়া। সকালে হালকা কুয়াশা, আংশিক মেঘলা আকাশ এবং পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা। এই সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে মেঘলা আকাশের পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বুধবার থেকে শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে।
সকাল এবং সন্ধ্যায় মনোরম পরিবেশ। বেলায় উষ্ণতার ছোঁয়া। সকালে হালকা কুয়াশা, আংশিক মেঘলা আকাশ এবং পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা। এই সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে মেঘলা আকাশের পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বুধবার থেকে শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে।
advertisement
6/6
কলকাতায় আজ, মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৩ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
কলকাতায় আজ, মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৩ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
advertisement
advertisement