Tripura TMC|| টার্গেট মহিলা ভোট, রাখির দিনে রাস্তায় নামার প্রস্তুতি মহিলা তৃণমূলের
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Raksha Bandhan 2022 celebration by TMC: ত্রিপুরায় মহিলাদের ক্ষমতায়ন এবং উন্নয়নকে সামনে রেখে, রাজ্য মহিলা কমিটির ঘোষণা করল ত্রিপুরা প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেস। ত্রিপুরার প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বৈঠক করে রাজ্য মহিলা কমিটির ঘোষণা করেছে।
#কলকাতা: টার্গেট মহিলা ভোট। ত্রিপুরায় মহিলাদের ক্ষমতায়ন এবং উন্নয়নকে সামনে রেখে, রাজ্য মহিলা কমিটির ঘোষণা করল ত্রিপুরা প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেস। ত্রিপুরার প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বৈঠক করে রাজ্য মহিলা কমিটির ঘোষণা করেছে। রাজ্য মহিলা কমিটি ঘোষণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পান্না দেব এবং অন্যান্য নেতৃবৃন্দরা। ত্রিপুরা প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পান্না দেব মহিলা কমিটি ঘোষণা করার সময় বলেছেন, "ত্রিপুরা প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসে ৩০ জনকে নিয়ে প্রদেশ কমিটি গঠন করা হয়েছে। তার মধ্যে ৯ জন সহ-সভাপতি, ৬ জন সাধারণ সম্পাদক, ৬ জন সম্পাদক, ৮ জন কার্যনির্বাহী সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে।"
তিনি আরও বলেন, "আগামী ১১ অগাস্ট রাখি পূর্ণিমা উপলক্ষ্যে আমরা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সকাল ৯'টা থেকে বটতলা বাজারের ব্যবসায়ী ভাইদের সঙ্গে রাখিবন্ধন উৎসব পালন করব। তারপর আমরা পশ্চিম পুরুষ ও মহিলা থানায় রাখিবন্ধন উৎসব পালন করব। সেইদিনই দুপুর ১'টা নাগাদ। সময় আমাদের প্রদেশ কার্যালয় আমাদের দলের সমস্ত ভাইদেরকে রাখি পরিয়ে বরণ করে নেব। আগামী ১২ ও ১৩ অগাস্ট আমরা রাখিবন্ধন উৎসবের কর্মসূচি নিয়ে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় পালন করব। আগামী ২২ অগাস্ট দক্ষিণ জোনে ৭দফা দাবি নিয়ে ডেপুটেশন আছে, ২৯ অগাস্ট পূর্ব জোনে ডেপুটেশন আছে এবং উত্তর জোনের কর্মসূচিও পালন করা হবে।"
advertisement
আরও পড়ুন: ব্যাপক উত্তাল সমুদ্র, আবহাওয়ায় ব্যাপক রদবদল, বাংলার উপকূলে লাল সতর্কতা জারি
ইতিমধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলেও, রাস্তায় নেমে কেন আন্দোলন নেই তা নিয়ে প্রশ্ন তুলেছে একাধিক বিরোধী শিবির। ত্রিপুরায় মহিলা ভোট একটা ফ্যাক্টর। প্রায় ৪৯% মহিলা ভোট আছে এই রাজ্যে। এই ভোট ধরে রাখতে একাধিক কৌশল নিচ্ছে বিজেপি। একাধিক ইস্যুতে রাস্তায় নামছে কংগ্রেসও। গত বছর একাধিক কর্মসূচি মহিলা সংগঠনের মাধ্যমে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। যদিও তা কেন পূর্ণতা পাচ্ছে না তা নিয়ে উঠছে প্রশ্ন।
advertisement
advertisement
ABIR GHOSHAL
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 08, 2022 10:12 AM IST