'বিজেপি ভয় পেয়েছে', তৃণমূলের অভিযানে পুলিশের চরম হেনস্থার অভিযোগ! শোরগোল

Last Updated:

সেই সময় পুলিশ নির্মম ভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর অত্যাচার চালায়, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সান্তনু সাহাকে টানতে টানতে পুলিশ ভ্যানে তুলিয়ে নিয়ে যায়।

তৃণমূলের অভিযানে শোরগোল
তৃণমূলের অভিযানে শোরগোল
#আগরতলা: ত্রিপুরায় বিজেপি সরকার তৃণমূল কংগ্রেসকে ভয় পেয়েছে, দাবি বিক্ষোভকারীদের। যুব তৃণমূল কংগ্রেসের রাজভবন অভিযানের সময় পুলিশের চরম হেনস্থা করার অভিযোগ ওঠে। কয়েকজনকে আটকও করা হয়। এই মিছিল চলাকালীন রাজ্য সরকার ভয় পায় এবং মিছিল কিছুটা এগিয়ে যাওয়ার পর পুলিশ সেই মিছিলকে আটকে দেয়। সেই সময় পুলিশ নির্মম ভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর অত্যাচার চালায়, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সান্তনু সাহাকে টানতে টানতে পুলিশ ভ্যানে তুলিয়ে নিয়ে যায়।
ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার রাজ্যের দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বেকারত্বের কারণে আস্তাবল ময়দান থেকে রাজভবন অভিযানের উদ্দেশ্যে এক বৃহত্তর মিছিল আয়োজিত হয়। সেই মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সান্তনু সাহা, যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নীল কমল সাহা-সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এই মিছিলে অংশ নিয়েছিল ত্রিপুরা রাজ্য থেকে আশা অসংখ্যক তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা।
advertisement
. .
advertisement
. .
আরও পড়ুন: 'তোমাকে যদি আদালতে ল্যাজে গোবরে না করি আমার নাম অভিষেক না'
সান্তনু সাহা-সহ বহু নেতাদের ও কর্মীদের আটক করে পুলিশ কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের দাবিকে পুলিশ দমাতে পারেনি। যুব তৃণমূল কংগ্রেসের দাবি ছিল যে এই রাজ্যের দ্রব্যমূল্য বৃদ্ধি এবং সীমাহীন বেকারত্বের কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে।
advertisement
আরও পড়ুন: 'এবার ওঁর ২ বছরের ছেলেকেও নোটিস দেবে', অভিষেকের পাশে দাঁড়িয়ে মমতার বড় বার্তা
ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সান্তনু সাহাকে আটক করার পর তিনি বলেছেন, "আমাদের পুলিশ দিয়ে আটক করেছে কিন্তু যুব তৃণমূল কংগ্রেসের যে রাজভবন অভিযান, তা পুলিশ দিয়ে কোনোরকমভাবে আটকাতে পারবেনা। আগামীদিনে ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস এই রাজ্যের যুবকদের স্বার্থে আরো বৃহত্তর আন্দোলনে নামবো।"
বাংলা খবর/ খবর/দেশ/
'বিজেপি ভয় পেয়েছে', তৃণমূলের অভিযানে পুলিশের চরম হেনস্থার অভিযোগ! শোরগোল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement